নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

সত্যিকার পরিচয়ে নিহত হওয়ার গ্যারান্টি চাই.......

০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৭


‘যারা খুন করে তারা জানে না, একজন মানুষ মানে একটা জগত। কতো সম্পর্কে জড়িয়ে থাকে একটা মানুষ - বউ-বাচ্চা-মা-বাবা-ভাই-বোন-বন্ধু - ওরা তা ভুলে যায়। ওরা মারে বিচ্ছিন্ন একটা মানুষকে। সেই মার সেই লোকটাকে ছাড়িয়েও ছড়িয়ে যায়। একজন মানুষের সঙ্গে আরও কতো মানুষ শেষ হয়। যারা খুন করে তারা কি তা জানে?
মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এ কারণেই নির্দোষ কোনো মানুষই চায় না বেঘোরে জীবন দিতে। কিন্তু এটাই যেন হয়ে গেছে নিয়তি। আমাদের মতো সাধারণ মানুষদের, লাখ-কোটি মানুষের একটাই চাওয়া এবং দাবি - নিহত হলেও যেন সঠিক এবং সত্যিকার পরিচয়ের নিশ্চয়তা দেয়া হয়। অবেলায়-বেঘোরে জীবন দেয়ার পাশাপাশি ভিন্ন অথবা বিকৃত পরিচয়ে কে-ই বা জীবন দিতে রাজি?
বোধ-বুদ্ধিসম্পন্ন একটি সমাজ ও রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের জন্য এটা কি বড় কোনো প্রার্থনা?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

দ্যা আহমেদ মামুন বলেছেন: এই অধীকার বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল আমার বাবার মুখে শুনেছি।

২| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, নিজের পরিচয়ে নিহত হওয়ার আশায় কি সব পোস্টে নিজের ছবি দিয়ে বেড়াচ্ছেন?? ;) ;) :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.