| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুর রহমান মিল্টন
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
সরকার অভিজিতের হত্যাকারীদের ধরতে পারবে কিনা জানি না। যদি ধরতে পারে, এই দেশের আইনে শাস্তি দিলেই কি যে বিষবৃক্ষ এই দেশে জন্ম নিয়েছে তার শিকড় উৎপাটিত হবে? সারা পৃথিবীতে ধর্মান্ধ মানুষের যে নৃশংসতা শুরু হয়েছে, আমাদের দেশেও কি তার ছোঁয়া লাগতে শুরু করেনি?
অভিজিৎ রায়'র খুনিরা ভীরু ও কাপুরুষ। ইতিহাস সাক্ষ্য দেয় ভীরুরা পিছন থেকে আঘাত করে। কারণ তাদের হাতে অস্ত্র থাকলেও তারা সামনে থেকে আঘাত করার সাহস হৃদয়ে ধারণ করে না। ইতিহাস আরও সাক্ষ্য দেয়, একমাত্র ভীরুরাই নারী, শিশু ও নিরস্ত্র মানুষের উপর সশস্ত্র হামলা চালায়।
যারা খুনি, যারা তাঁকে খুন করায় প্ররোচিত করেছে, যারা মদদ দিয়েছে, যারা তাঁর খুনের বিষয়ে নিরাপদ দূরত্বে থেকে 'কৌশলগত' অবস্থান নিয়েছে; বস্তুত তারা সকলেই কাপুরুষ ও বর্বর।
২|
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৬
ভূতের কেচ্ছা বলেছেন: যারা খুনি, যারা তাঁকে খুন করায় প্ররোচিত করেছে, যারা মদদ দিয়েছে, যারা তাঁর খুনের বিষয়ে নিরাপদ দূরত্বে থেকে 'কৌশলগত' অবস্থান নিয়েছে; বস্তুত তারা সকলেই কাপুরুষ ও বর্বর।..সহমত.............
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৪৮
রাফা বলেছেন: আমেরিকার কথা...।