নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

মুক্ত বাতাসে শ্বাস নেবেই নারী..............

১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫



বর্ষবরণের অনুষ্ঠানে রাতে এক দল জানোয়ারের দ্বারা কয়েকজন নারী যৌনহয়রানির শিকার হয়েছেন, এ ঘটনা জেনে মন বিক্ষুব্ধ হয়ে উঠল। যে দামাল বাঙালি ছেলেরা মা-বোনের ইজ্জতরক্ষার জন্য অকাতরে প্রাণ দিয়েছে মুক্তিযুদ্ধে– কী করে এরা তাদের সন্তান হয়? এ তবে কেমন দেশ আমার? যে দেশে মেয়েরা নিরাপদ নয়– সে দেশের আর কোন উন্নতি নিয়ে গর্ব করব?

প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর কাছে চরম অপছন্দের বিষয় বাঙালি সংস্কৃতির সবচেয়ে দৃপ্ত উচ্চারণ এই বর্ষবরণ অনুষ্ঠান। তারা কি তবে ভীতি সৃষ্টির জন্য এটা করল? দিনে দিনে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে উঠছে বাঙালির আত্মপরিচয় খুঁজে পাওয়ার ঠিকানা। জাতিধর্মবর্ণনির্বিশেষে সকলের বাঙালি পরিচয়ের স্পষ্ট প্রকাশ। একে ধ্বংস করতে চাইবে তারা তাদের ধর্মান্ধ, মৌলবাদী প্রতিক্রিয়াশীল আদর্শের উত্থানের জন্য– এটা আর এমন কী কঠিন বোঝা? বোমা মেরে হোক, নারী নির্যাতন করে হোক– ভয়-ভীতি-ত্রাস সৃষ্টি করে জনগণকে, বিশেষ করে নারীদের আটকে রাখার এটি নিগূঢ় চক্রান্ত কিনা তা ভেবে দেখার অবকাশ রয়েছে।

নারীরা আবারও আসবে আগামী শত-সহস্র বছর রমনা বটমূলে, চারুকলায়, টিএসসিতে বর্ষবরণ করতে। নিশ্চয়ই আসবে। সাহসী শত সহস্র বাঙালি নারী– আসবে বারবার– তাদের কেউ ‘দাবায়ে রাখতে পারবে না’।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো এ কাজ কএসে আপনাকে কে বলল? আপনি নিজে দেখসেন?? কন প্রমান আছে??
খালি মনগড়া কথা বললে তো হবে না, এ ব্যাপারে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর থেকে অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর ভুমিকা বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.