![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
ইতিহাসের খেরোখাতা থেকে রাজনীতির মানুষেরা শিক্ষা নেন না, বার বার ফিরে যান পুরোনো ভুলের বৃত্তে। ক্ষমতায় থাকতে তো একেবারেই ভুলে বসে থাকেন। ক্ষমতার বাইরেও যখন ভুলের পূনরাবৃত্তি ঘটাতেই থাকেন, তখন পুরোনো নীতিকথাগুলিই ফিরে আসে বার বার। ক্ষমতায় থাকতে ক্রোধান্ধ ও হিংসাশ্রিত বাঘের পিঠে সওয়ার হয়ে জনগণকে দলিত-মথিত করে রাজনীতিবিদরা কোন গন্তব্যে পৌঁছতে চান - এই প্রশ্নের উত্তর তারা নিজেরাও কি জানেন? ভুলে যান যে, ক্ষমতার বাঘের পিঠে সওয়ার হওয়ার চাইতে নেমে আসা আরো কঠিন। তারা আরো ভুলে যান যে, তিন যুগ যোগ আট – চুয়াল্লিশ বছর বয়সী এই দেশেই রাজনীতির দুষ্টচক্রের হাত থেকে রক্ষা পাননি দেশটির জন্মদাতারা পর্যন্ত। সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী জনগণই রাষ্ট্রের মালিক হয়ে থাকেন, তাহলে শুরু থেকেই রাজনীতির সবচেয়ে বড় ভিকটিম কিন্তু তারাই। সে জন্যই পুরোনো গল্পটি বারবার হয়ে ওঠে প্রাসঙ্গিক, ব্যক্তিবিশেষের ক্ষেত্রে তো বটেই।
©somewhere in net ltd.