![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
বাংলাদেশ এর বিখ্যাত ফেইসবুক সেলিব্রেটি Arif R Hossain ভাই আমাদের নমিনেট করেছে ‘বাংলাদেশের জন্য’ কিছু করার জন্য
হেন কারেঙ্গা...
তেন কারেঙ্গা বলে,
নমিনেটেড হবার পর... চুপ থাকলাম না।
নিজেও সিদ্ধান্ত নিয়ে নিলাম।
কথা ছিল, ‘এমন কিছু করতে হবে, যেটা বাংলাদেশের জন্য’
করার তো কতকিছুই আছে...
যেমন ইয়ে... সমাজের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিব।
তারপর... চিপসের প্যাকেট ডাস্টবিনে ফেলব
তারপর মনে করেন বাদামের খোসা ডাস্টবিনে ফেলব
...ইয়ে মানে ও মানে করেও ডাস্টবিন থেকে বের হতেই পারছি না
লক হয়ে গেছে মাথা
হুট করে মনে হলো, ফেব্রুয়ারিটা ছড়িয়ে দেই
১২ মাসই ফেব্রুয়ারি হোক
হাতে ইদানিং লেখাই হয় না
হাতের লেখার অবস্থা দিনদিন খারাপ হচ্ছে
নিজের কোন কাজই নিজে লিখিনা, সবকিছুই কি-বোর্ডে লেখার চেষ্টা করি। বাসার ছোট্ট বাজারটাও বন্ধু লিখে বা টেক্সট করে দেয়, আমি বাজার করে বাসায় যাই।
প্রেমিকার জন্যও এখন নীলখামের চিঠি নেই, যাতে কিছু লিখব, যাতে নরম হাতের ছোঁয়া পাওয়া যাবে, বা মনির খানের গানইবা গাইব...
সবই হারাচ্ছে এই নব্য আধুনিকতার ফলে।
শেষ কবে হাতে লিখেছিলাম মনে নেই
ও হ্যা মনে আছে, গত সপ্তাহে এক লিখিত পরীক্ষার খাতায়... আজকাল পরীক্ষাও এম সি কিউতে হয়, তাই লেখা হয়না।
দরকার ছাড়া লিখিই না হাতে
কিন্তু এই হাতের লেখা নামক জিনিসটা, একজনের পার্সোনালীটি বহন করে
বহন করে ঐতিহ্য... গর্ব করার মত ঐতিহ্য
ফেব্রুয়ারি মাস আসলেই বাংলার কথা মনে পড়ে
আমার ক্ষেত্রেও তাই... তবে একটু শারীরিক ভাবেই মনে করতে চাচ্ছি
কয়েকজনকে নোমিনেট করলাম আমি... কিছু একটা বাংলায় হাতে লিখে, আপনিও চাইলে আপনার প্রিয় ২/৩ জনকে নমিনেট করে চ্যালেঞ্জটা ছুড়ে দিতে পারেন
“হাতে লিখে?? মানে কলম দিয়ে কাগজে লিখে?... লাভ কি?”
হ্যা হয়তো কিছুই লাভ হবেনা এতে
মার্চে এসে আমরা আবার ফিরে যাবো কিবোর্ডে
তা না হয় গেলাম
এগিয়ে যেতে হবে, এটা অনস্বীকার্য
তেমনি, রুট ভুলিনি, এটাও না হয় একটু স্বীকার করে গেলাম চলতি পথে
জং ধরা অভ্যাসটা একটু ঝালিয়ে নিলাম... এই আর কি
...আমি নমিনেট করছি;
- Tanvir Ahmed
- Nichu Talar Ukil
- Parvez Ahmed
- Helena Jahangir
- Feni Bulbul
- Kawsar Ahmed
- Hafiz M Ullah
- Imtiaz Amin
- Md Fourkan
- Mohammad Mustofa
- Kala Manik
- Mezbah Uddinn
- Ahsan Habib Sumon
- Nurjahan Begum MP
ও বড় ভাইকে।
-এবং আপনাদের অপেক্ষায় রইলাম
#BangladeshChallenge
আমি এই চ্যালেঞ্জের অংশ হিসেবে বেঁছে নিলাম, “বাংলাকে আমি অনলাইনে এবং অফলাইনে যেভাবে পারি আরও উঠিয়ে নিয়ে আসব”
আপনি চাইলে, আপনার আয়ত্তের মাঝে, এমন কিছু একটা প্রতিজ্ঞা করুন যেটা আগামী প্রজন্মকে দেশ গঠনে, আরও সহজতর করবে
তারপর আস্তে করে আপনার পছন্দের ২/৩ জনকে নমিনেট করে ফেলেন
কি প্রতিজ্ঞা করবেন, তা আপনার ব্যাপার...
আমার চাওয়া শুধু; আপনার প্রতিজ্ঞাটা মানুষ স্ট্যাটাস হিসেবে না পড়ে, আপনার হাতে লেখা কাগজে... ছবি হিসেবেই পড়ুক।
আরিফ ভাইয়ের লেখা লিংক Click This Link
আমার লেখা লিংক Click This Link
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
ভাবুক কবি বলেছেন: ভাল লিখার চেষ্টা মাত্র
অনেক ধন্যবাদ পড়ার জন্য
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২
টুশকি বলেছেন: হাতের লেখায় প্লাস, হাহা, সুন্দর। আসলেই হাতে কিছু লেখা হয়না, বাজার করার লিস্ট ছাড়া।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
ভাবুক কবি বলেছেন: এখন থেকেই লেখা শুরু করুন তাহলে।
ভালই লাগবে দেখবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
শোভন কুমার বর্ধন বলেছেন: ভাল লিখেছেন ।