নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে আমাকে পাবেন https://www.facebook.com/writerminhaj

ভাবুক কবি

কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..

ভাবুক কবি › বিস্তারিত পোস্টঃ

সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯



বাংলা আমার প্রাণের ভাষা
মিনহাজ উদ্দিন

বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় মোর চলন,
বাংলা ভাষায় বললে কথা
শান্তির হয় ফলন।

বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় গাই সে গান,
বাংলার বুকে মাথা গেঁথে রাখি
বাংলায় পাই প্রাণ।

বাংলায় গেয়ে উচ্চস্বরে বলি
আ মরি বাংলা গান,
ইংরেজী বললে কথা আমি
জুড়ায়না দেহ প্রাণ।

বাংলা কথায় তৃষ্ণা মিটাই
বাংলা মোদের চাওয়া,
সব হারিয়ে হোক আবার
বাংলাকে ফিরে পাওয়া।

শ্রদ্ধাকরি বিনম্র ভাবে আজ
ভাষা শহীদদের,
প্রাণ থেকে ভালবাসি তবে
তাদের রক্ত ত্যাগের।

আবার আসিব বাংলা বলে
এমন যেন না হয়,
প্রতিদিনই বাংলা বলব
এ প্রতিজ্ঞা করবই।

ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা করি, এবং রইল বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করি বিনম্র শ্রদ্ধায়।
ভালো থাকুন নিরন্তর ভাই ভাবুক কবি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

ভাবুক কবি বলেছেন: ভাল থাকুক শ্রদ্ধাশীল প্রতিটি মানুষ।
আমার জগতে আগমনে অসংখ্য ধন্যবাদ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

শামীম সরদার নিশু বলেছেন: শ্রদ্ধাকরি বিনম্র ভাবে আজ
ভাষা শহীদদের,
প্রাণ থেকে ভালবাসি তবে
তাদের রক্ত ত্যাগের।


এই বাংলাকে দেখার জন্য কি ভাষা শহীদেরা নিজির জীবনকে উৎসর্গ করেছিলো বাংলার তরে?
আমার তো মনে হয় আমরা একটি মাতাল দেশে বাস করছি, যা কখনো চায়নি ভাষা শহীদেরা।
বাঙালী তাদের এই দিনটিতেই মনে করে, এটা কি লোক দেখানো মনে করা নয়?
তাদের প্রতি শ্রদ্ধা আর রুহের মাগফেরাত কামনা তো দূরে থাক।
এই দিনটিতে বরং বিনোদনমূলক (সাংস্কৃতিক) অনুষ্ঠান, পিকনিক এসব বেশি দেখা যায়।
এটা কি লজ্জিত হবার বিষয় নয়?
তখন আরো বেশি লজ্জিত হই যখন নজরে পড়ে ভালবাসা দিবসের মতো এই দিনটিতেও ঘটে যাওয়া বেহায়াপানা।
তারা কি এসবের জন্য রক্ত ত্যাগ করেছিলো?
পেয়েছি স্বাধীন বাংলাদেশ, পেয়েছি স্বাধীনতা।
যে স্বাধীনতা পরিবেশকে করে তুলছে ঘৃণিত।

ধ্যাত্তেরি এসব কি বলছি আমি।

খুব ভালো লিখেছেন।
সকলের হৃদয়ে জেগে উঠুক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।
সকল ভাষা শহীদের প্রতি আমার হাজারো সালাম, তাদের রুহের মাগফেরাত কামনা করি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

ভাবুক কবি বলেছেন: তাদের প্রতি এ ভালবাসা থাকুক আজীবন। তবে ঘৃনা থাকুক সেইসব মানুষদের প্রতি যারা এই বাংলার সঠিক কদর দেননা।

ভালবাসা নিরন্তন।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাগরিক কবি বলেছেন: ভাল লাগলো কথা গুলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: উত্তম প্রয়াস।
বাংলায় গেঁয়ে উচ্চস্বরে বলি -- গেয়ে হবে, গেঁয়ে নয়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

ভাবুক কবি বলেছেন: এই ছোট্ট ছোট্ট ভুলগুলো বড়রা ধরবেন এই আশাতেই বসে থাকি । অনেক ভালবাসা রইল।
আগামীতেও এমন ভুল শোধরে দিবেন এই কামনা করি।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +++

শুভ কামনা রইলো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

ভাবুক কবি বলেছেন: ভালবাসা নিরন্তর প্রিয়

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবিতায়+

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ভাবুক কবি বলেছেন: ভালবাসা নিরন্তর হে ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.