নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে আমাকে পাবেন https://www.facebook.com/writerminhaj

ভাবুক কবি

কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..

ভাবুক কবি › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২



আসসালামু আলাইকুম,

কবিতা নদীর তীরে নতুন এক ছাত্র আমি, সবেমাত্র কবিতার বর্ণমালা শিখছি। আর এই শেখার প্রারম্ভেই আমার কাছে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে কবিতার প্রতি মানুষের অনীহা। যে কবিতা মনের ভাব প্রকাশ করে, যে কবিতা অন্যায়ের প্রতিবাদ করে, যে কবিতা কপাট ভাঙ্গতে জানে, আমরা শুধু সেই কবিতাকে নগ্ন কবিতা বলেই জানি। আমরা জানিনা যে এই কবিতার মাধ্যমেই রবের গুণগান গাওয়া যায়। আমার নিকটস্থ এই সমস্যা হয়ত আমার পক্ষে সমাধান সম্ভব নয় তবে মনের কিছু অব্যক্ত চরণদ্বয়ের মাধ্যমে একটি প্রতিবাদ লিপি ঠিকই লেখা যায়। যেখানে সকল অন্যায়ের প্রতিবাদ হবে, সত্যের গুণগান হবে এবং বুঝানো হবে কবিতা আসলে কি। কবিতার ভালবাসাটা আসলে কি? কবিরা আসলে কেমন।

এই সকল চিন্তা ভাবনা থেকেই আমি লিখেছি আমার প্রথম একক কাব্যগ্রন্থ উত্তরণ। যার পাতায় আমি পাঠকদের জন্য এক নতুন অভিজ্ঞতা দিতে যাচ্ছি। যেখানে থাকবে রবের গুণগান সহ সমাজের বাস্তবতাকে তুলে ধরার মতন কিছু চরণ। যাতে করে কিছু মানুষ উপকৃত হতে পারে এবং সহজেই বুঝতে পারে সত্যটা আসলে কি। আর উন্নয়নের পথটাই বা কি হবে। আমি মনেকরি এক আরিফ
আজাদ যদি এতবড় ভূমিকা রাখতে পারে তবে আমি কেন নয়! আমিও আমার গন্ডিতেই সমাজ তথা দেশ তথা ইসলামের সত্য বলনে নিজের লেখার কলমকে এই কাব্যগ্রন্থের মাধ্যমে উৎসর্গিত করলাম।

“লিখবো আমি সত্যের দ্বারে
ফুটবে আলোর ঝর্নাধারা,
মিথ্যেরা সব লুকিয়ে রবে,
কলমেতে চলবে সত্যরা।”

পরিশেষে এটাই বলব যে, এ লেখাই বইয়ের মূল ভাব সম্পুর্ণ প্রকাশ করেনা, তবে আপনারা আগ্রহী হয়ে যদি আমার বইটি বিশ্লেষণ করেন এবং বইয়ের মুল কথন উপলদ্ধি করতে পারেন তবেই হবে সার্থকতার উত্তরণ।

মিনহাজ উদ্দিন
ঢাকা,


অনলাইনে দেখতে এবং অর্ডার করতে Click This Link



বইয়ের নাম উত্তরণ
লিখক মিনহাজ উদ্দিন
প্রকাশনা প্রতিষ্ঠানঃ চর্চা গ্রন্থ প্রকাশ
স্টল নং ৪১১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভকামনা রইল কবি আপনার জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

ভাবুক কবি বলেছেন: ভালোবাসা রইলো প্রিয়

২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভকামনা রইল কবি

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

ভাবুক কবি বলেছেন: দোয়া ও ভালোবাসা চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.