![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
প্রতিটি নারীর মিষ্টি রূপের মাঝেই আমি আমার স্বপ্নের নারীকে খুঁজে চলছি। নিজেকে তৈরী করতে চাচ্ছি মিষ্টি হাসির কারন হিসেবে। ভাবনায় হারিয়ে যাই প্রজাপতির ডানায় চড়ে। চোখে বন্ধের এক ঝলকেই দেখি শুভ্রতম কদমের ফুলের ঘ্রাণে, কাশফুলের বনে নিজেকে হারিয়ে ফেলেছি বহুবার।
শরৎ এর আগমনে নিজেকে যেন গা-ছাড়া ভাবে উন্মুক্ত করে চলছি আজ। এই তো সেদিন শ্রাবণের মোহে ছিলাম। আজ এসেছে মনের কিনারে তোমার প্রতিচ্ছবি। আমি বারবার সে ছবিতে হারিয়ে যাই। মনেহয় হয়েযাই একজন শিল্পির মনের মাধুরিতে আঁকা একটি দেয়াল ছবি।
ইচ্ছেটা তাইতো খুব করেই জাগে, হালকা ধূসর বিকেলে লাল সূর্য মামাটা ডুবন্তের আগে তুমি দাঁড়িয়ে থাকবে শাড়ি পরিধানে, কাসের চুড়ির ঝুনঝুন আওয়াজে আমার অচেতনেতা কাটাবে আলতো নরম হাতের ছোঁয়ায়। আমি বিহ্বল হয়ে তাকিয়ে থাকবো তোমার শুদ্ধতম সুন্দর সে হাসির দিকে।
#হবু_বউ
#শরৎকাল
©somewhere in net ltd.