![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
চারিদিকে অঘোর অন্ধকার আর প্রহসনের মাঝেই শীতের রাত কাটাচ্ছে এই স্বাধীন দেশটা। হাড় কাঁপানো শীত এলেও মন কাঁপায় মানুষ হিসেবে অন্য মানুষের আচরণ দেখে, বিপক্ষের হিংস্রতা দেখে। অথচ তারা জানেন না আমার রক্তও লাল, তাহার রক্তও লাল, তাহার সন্তানের রক্তও লাল, আমার ভাইয়ের রক্তও লাল।
সকাল হলে এখন খবর শুনি এক একজন সত্য ও ন্যায়ের ধারকেরা আটক। যার কোন খোঁজ দেয়নি, কোন আইনে তাহাকে আটক করেনি, তাহাকে আটক করেছে গোপনে। শুধুমাত্র বিপক্ষ দলের বলে। সত্যিই অভাগা জাতি আমরা। একদিন হয়তো আমিও হারিয়ে যাবো এভাবেই জালিমের কারাগারে।
দোয়া করিস দেশমাতা। তোর প্রকৃত স্বাধীনতার জন্য যে মানূষের সাধারণ কথা তারা শুনতে পারেনা, তারা বুঝতে চায়না। তারা কি এই বাংলাতে উত্তর পাবেনা? তারা কি পিছু হটবেনা! হটবে, পালাবে, হয়তো মরবে ন্যাক্কার ভাবেই। এদেশের রক্ত উত্তর দিতে ভুল করেনা যে।
শুধুই অপেক্ষা একটি স্বাধীন গণতন্ত্রময় ভোরের। কিছুই করতে পারিনি বলে ক্ষমা চাই যে সত্যের বীরেরা। দোয়া করি রব আপনাদের বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। বিশ্বাস করি আলো আসবেই।চারিদিকে অঘোর অন্ধকার আর প্রহসনের মাঝেই শীতের রাত কাটাচ্ছে এই স্বাধীন দেশটা। হাড় কাঁপানো শীত এলেও মন কাঁপায় মানুষ হিসেবে অন্য মানুষের আচরণ দেখে, বিপক্ষের হিংস্রতা দেখে। অথচ তারা জানেন না আমার রক্তও লাল, তাহার রক্তও লাল, তাহার সন্তানের রক্তও লাল, আমার ভাইয়ের রক্তও লাল।
সকাল হলে এখন খবর শুনি এক একজন সত্য ও ন্যায়ের ধারকেরা আটক। যার কোন খোঁজ দেয়নি, কোন আইনে তাহাকে আটক করেনি, তাহাকে আটক করেছে গোপনে। শুধুমাত্র বিপক্ষ দলের বলে। সত্যিই অভাগা জাতি আমরা। একদিন হয়তো আমিও হারিয়ে যাবো এভাবেই জালিমের কারাগারে।
দোয়া করিস দেশমাতা। তোর প্রকৃত স্বাধীনতার জন্য যে মানূষের সাধারণ কথা তারা শুনতে পারেনা, তারা বুঝতে চায়না। তারা কি এই বাংলাতে উত্তর পাবেনা? তারা কি পিছু হটবেনা! হটবে, পালাবে, হয়তো মরবে ন্যাক্কার ভাবেই। এদেশের রক্ত উত্তর দিতে ভুল করেনা যে।
শুধুই অপেক্ষা একটি স্বাধীন গণতন্ত্রময় ভোরের। কিছুই করতে পারিনি বলে ক্ষমা চাই যে সত্যের বীরেরা। দোয়া করি রব আপনাদের বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। বিশ্বাস করি আলো আসবেই।
©somewhere in net ltd.