![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছে বিএনপি। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করেন হাইকোর্ট বিভাগ।
এই রায়ের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এই রায় ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নিশ্চিত হবে বলে তাঁরা মনে করেন। তিনি দলের পক্ষ থেকে উচ্চ আদালতের এই রায়কে সাধুবাদ জানান।
এক প্রশ্নের জবাবে রিজভী দাবি করেন, আওয়ামী লীগ সব সময় বিরোধী দল, মত দমন করতে চায়। নিজেদের ইচ্ছা পূরণের জন্যই তারা সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল।
বিএনপি এই রায়কে স্বাগত জানালেও আওয়ামী লীগের নেতারা গতকাল সংসদে এই রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন, হাইকোর্টের এই রায়ই সংবিধান পরিপন্থী। আপিল বিভাগে এটা টিকবে না।
যে দেশে বিচার বিভাগকে স্বাধীন ভাবে কাজ করতে দেয়া হয় না সে দেশে এর থেকে ভাল আর কি আশা করা যায়? আমাদের দেশের সংসদ পুরোপুরি গণতান্ত্রিক তা বলা যায় না। প্রায় ই আমাদের দেশের রাজনীতিতে নানান অশুভ শক্তির ভর দেখতে পাওয়া যায়। এমনকি আদালট যদি এমন কোন রায় দেন যা সংসদ সদস্যদের বিরুদ্ধে যায় তাহলে যে কি চরম অবস্থা দাড়ায় তা আমরা দেখতে পাই। আমার মত অনেকেই হয়ত একমত হবেন আদালত প্রাঙ্গনে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ হোক। বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ করে আসলে পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। তাই ষোড়শ সংশোধনী নিয়ে রায় ঐতিহাসিক নিঃসন্দেহে।
©somewhere in net ltd.