![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে নদী
শৈল তাহার বাধিল না অশ্রুবারি
করিয়া দিলে তাহারে পথ
অনন্ত মহাকালেরে নিরবে সাক্ষী করে
ছাড়িয়া তাহার রাজ্য তারে গড়িয়া দিল আপন পথ
ধ্বনিছে ক্রন্দন কলকল রবে অনন্ত কাল ধরে
অনাথ বিবাগী চাহিয়া সহায়
স্ফীতকায় ক্লিষ্ট কায়ায় আপন করিছে বেদনারে
দিবস রজনী গাহিয়া ভজনি
ওগো শৈবলিনী
মজিছ মিলনে নিবিড় গানে
মিলাইয়া আপন অতলা প্রাণ
হইয়া আকুল করিছ ব্যাকুল
বাধিছ নিত্য মাধব চরণে
পূর্ণ তাহারে শূণ্য করি
ছাড়িয়া তাহারে অকূলপাথারে
এ কেমন লীলা প্রেমের খেলা
খেলিছ সজনি আলেয়ার রজনী গোপন আঁধিয়ারে
২| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮
শাহিন বিন রফিক বলেছেন: ভাল লেগেছে আপনার কবিতাটি