নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

"খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।"

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩২

এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাত

এবং একটা অতিরিক্ত রুটি এক কুঁজোর জন্য

বানিয়ে জানালায় রেখে দিত।

কুঁজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত।

সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিরবির করে বলত -

"খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।"

মহিলা তার উপর বিরক্ত হত কারন সে কোনো দিন

কৃতজ্ঞতা জানাতনা।

কিন্তু তারপরও মহিলাটি কুঁজোর জন্য রুটি রাখত। আর

কুঁজোও সব সময় বিড়বিড় করে একই কথা বলত।

এভাবে চলতে চলতে মহিলাটি একসময় কুঁজোর উপর বিরক্ত হয়ে উঠে। ঠিক করল পরের দিন রুটির সাথে বিষ

মিশিয়ে দিবে। ভাবনামত পরের দিন রুটির সাথে বিশ

মিশিয়ে জানালায় রেখে দিল।

কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকল। তাই

সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে নতুন

একটা রুটি রাখল জানালায়। কুঁজো এসে রুটি নিয়ে চলে গেল। জাউয়ার সময় বিড়বিড়

করে বলল - "খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু

ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।"

অপর দিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের

খুঁজে। ৪-৫

মাস ধরে তারকোনো খুঁজ নাই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত। ওইদিন হঠাৎ

মহিলা তার দরজায় নক শুনতে পেল।

দরজা খুলে দেখল তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার

ছেলের অবস্তা ছিল খুব করুন। সে ছিল খুব ক্ষুধার্ত আর

রুগ্ণ।

তার পরনের কাপর ছিল ছেঁড়া। সে তার মাকে জড়িয়ে ধরে কেদে উঠল

এবং বলতে লাগল - "আমি হয়তো আজ ফিরতে পারতাম না।

আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক

কুঁজোকে অনুরোধ করায় সে আমাকে একটু রুটি দিয়ে বলল -

প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে। কিন্তু

আজকে তোমার আমার চেয়ে বেশি দরকার। এইটা তুমি নাও।" সেই রুটি খেয়ে আজ

আমি বাড়ি ফিরলাম।"

মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের

বানানো এবং ঐ কুঁজোটাই রুটিটা তার

ছেলেকে দিয়েছিল। তখন মহিলার মনে পড়ল বিষ

মিশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত তাহলে তার ছেলে আজ

মারা যেত। সে সৃষ্টিকর্তার নিকট হাজারো বার

কৃতজ্ঞতা জানাল।

[মোরাল: খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু

ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

আরজু পনি বলেছেন:

ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে...

আশা জাগানিয়া কথা । :)

২| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: খারাপ কাজও ফিরে আসে । কঠিন কোন শাস্তি হয়ে ।

৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২১

সত্যের পথে আরিফ বলেছেন: জাজাকাল্লাহ খাইর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.