নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

হে আমার প্রিয় বোন, দাড়িওয়ালা যুবকরা নোংরা, জঙ্গল নয়!

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩

হে আমার প্রিয় বোন, দাড়িওয়ালা যুবকরা নোংরা, জঙ্গল নয় -

১) একজন দাড়িওয়ালা যুবকদের গোসল

সহ ৫ ওয়াক্ত নামাজের জন্য অন্তত ৬

বারের বেশি হাত মুখ ধুতে হয়। কিন্তু

অন্যান্য ছেলেরা দিনে ১ বার গোসল

করে কিনা সন্দেহ আছে। শীত

আসলে তো কথাই নেই।

২) দাড়িওয়ালা যুবকদের নামাজ এ

বেশি সওয়াব-এর আশায়

প্রতি ওয়াক্তে দাঁত ব্রাশ

বা মেসওয়াক করতে হয়। আপনার

পরিস্কার ছেলে বন্ধুদের জিজ্ঞেস

করে দেখেন তো কয়বার দাত ব্রাশ

করে?

৩) দাড়িওয়ালা যুবকরা সিগারেট, মদ

বা যেসব জিনিস থেকে দুর্গন্ধ

আসে তা থেকে দূরে থাকে। এমন

কি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন পর্যন্ত

রাসুল (সাঃ) নিষেধ করেছেন।

ফলে মুসলিম সুন্নাতের

অনুসারীরা তা থেকে দূরে থাকে।

আপনার বাপ, ভাই , ফ্রেন্ড

বা যারা এসব খায় তাদের মুখের দুর্গন্ধ

কি এতই ভালো লাগে?

৪) একজন দাড়িওয়ালা যুবককে সুন্নাত

অনুযায়ী গায়ে সুগন্ধি ব্যাবহার

করতে হয়। আপনার আশেপাশের প্রিয়

ছেলেদের গায়ের ঘাম এর দুর্গন্ধ

আপনার কি এতই ভালো লাগে?

৫) একজন

দাড়িওয়ালা হুজুরকে ঠাণ্ডা থাক আর

গরম থাক অজুতে ৫ বার নাক পরিস্কার

(পানি দিয়ে) করতেই হয়। আপনার প্রিয়

দাড়িবিহীন পুরুষদের

ঠাণ্ডা লাগলে একটু

সামনে যেয়ে দেখেন তো নাকের

আর হাতের অবস্থা কি?

৬) একজন দাড়িওয়ালা যুবককে সর্বচ্চ ৪০

দিনের মধ্যে বগল ও নাভির নিচের

অবাঞ্ছিত কেশ পরিস্কার করতে হয়।

আপনার স্বামী বা boyfriend ...............

কি অবস্থা .........থাক এই বিষয়ে আর

বললাম না।

৭) একজন দাড়িওয়ালা যুবককে জুম্মার

নামাজ এর আগে সুন্নাত মোতাবেক

হাতের নখ কেটে ছোট রাখতে হয়।

আপনার প্রিয় পুরুষদের নখের

ময়লা কি আপনার এতই ভালো লাগে?

৮) একজন দাড়িওয়ালা যুবকদের ৫ ওয়াক্ত

সালাতের জন্য সর্বদাই পাক-পবত্র

থাকতে হয়। অপবত্র সে থাকতেই

পারে না। এমনকি পেশাব করার পর

পানি দিয়ে পূর্ণাঙ্গরূপে পরিস্কার

হতে হয়। যদি সে পরিপূর্ণরূপে পরিস্কার

না হয় তবে তার কাপড় অপবিত্র

হয়ে যাবে। ফলে তার সালাত বিনষ্ট

হওয়ার আসংখ্যা রয়েছে।

যদি সে পানি না পায়

তাহলে সে কুলুখ/টিস্যু দিয়ে পরিস্কার

হতে হয়। যেভাবেই হোক পরিষ্কার

তাকে হতে হবেই নইলে তার কাপড়

অপবিত্র হয়ে পরবে। আপনার প্রিয়

পুরুষদের দাড়িয়ে দাড়িয়ে মুত্র

বিসর্জন + পানি না নেয়া+ হাত

না ধোয়া কি আপনার নিকট এতই

ভালো লাগে?

এছাড়াও আরও আছে।

যা বলতে বলতে দিন পার হয়ে যাবে।

হে আমার বোন! এরপরও কি আপনার

মনে হয় দাড়িওয়ালা যুবকরা নোংরা,

জঙ্গল ???

15 July 2014 at 11:46

১) একজন দাড়িওয়ালা যুবকদের গোসল

সহ ৫ ওয়াক্ত নামাজের জন্য অন্তত ৬

বারের বেশি হাত মুখ ধুতে হয়। কিন্তু

অন্যান্য ছেলেরা দিনে ১ বার গোসল

করে কিনা সন্দেহ আছে। শীত

আসলে তো কথাই নেই।

২) দাড়িওয়ালা যুবকদের নামাজ এ

বেশি সওয়াব-এর আশায়

প্রতি ওয়াক্তে দাঁত ব্রাশ

বা মেসওয়াক করতে হয়। আপনার

পরিস্কার ছেলে বন্ধুদের জিজ্ঞেস

করে দেখেন তো কয়বার দাত ব্রাশ

করে?

৩) দাড়িওয়ালা যুবকরা সিগারেট, মদ

বা যেসব জিনিস থেকে দুর্গন্ধ

আসে তা থেকে দূরে থাকে। এমন

কি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন পর্যন্ত

রাসুল (সাঃ) নিষেধ করেছেন।

ফলে মুসলিম সুন্নাতের

অনুসারীরা তা থেকে দূরে থাকে।

আপনার বাপ, ভাই , ফ্রেন্ড

বা যারা এসব খায় তাদের মুখের দুর্গন্ধ

কি এতই ভালো লাগে?

৪) একজন দাড়িওয়ালা যুবককে সুন্নাত

অনুযায়ী গায়ে সুগন্ধি ব্যাবহার

করতে হয়। আপনার আশেপাশের প্রিয়

ছেলেদের গায়ের ঘাম এর দুর্গন্ধ

আপনার কি এতই ভালো লাগে?

৫) একজন

দাড়িওয়ালা হুজুরকে ঠাণ্ডা থাক আর

গরম থাক অজুতে ৫ বার নাক পরিস্কার

(পানি দিয়ে) করতেই হয়। আপনার প্রিয়

দাড়িবিহীন পুরুষদের

ঠাণ্ডা লাগলে একটু

সামনে যেয়ে দেখেন তো নাকের

আর হাতের অবস্থা কি?

৬) একজন দাড়িওয়ালা যুবককে সর্বচ্চ ৪০

দিনের মধ্যে বগল ও নাভির নিচের

অবাঞ্ছিত কেশ পরিস্কার করতে হয়।

আপনার স্বামী বা boyfriend ...............

কি অবস্থা .........থাক এই বিষয়ে আর

বললাম না।

৭) একজন দাড়িওয়ালা যুবককে জুম্মার

নামাজ এর আগে সুন্নাত মোতাবেক

হাতের নখ কেটে ছোট রাখতে হয়।

আপনার প্রিয় পুরুষদের নখের

ময়লা কি আপনার এতই ভালো লাগে?

৮) একজন দাড়িওয়ালা যুবকদের ৫ ওয়াক্ত

সালাতের জন্য সর্বদাই পাক-পবত্র

থাকতে হয়। অপবত্র সে থাকতেই

পারে না। এমনকি পেশাব করার পর

পানি দিয়ে পূর্ণাঙ্গরূপে পরিস্কার

হতে হয়। যদি সে পরিপূর্ণরূপে পরিস্কার

না হয় তবে তার কাপড় অপবিত্র

হয়ে যাবে। ফলে তার সালাত বিনষ্ট

হওয়ার আসংখ্যা রয়েছে।

যদি সে পানি না পায়

তাহলে সে কুলুখ/টিস্যু দিয়ে পরিস্কার

হতে হয়। যেভাবেই হোক পরিষ্কার

তাকে হতে হবেই নইলে তার কাপড়

অপবিত্র হয়ে পরবে। আপনার প্রিয়

পুরুষদের দাড়িয়ে দাড়িয়ে মুত্র

বিসর্জন + পানি না নেয়া+ হাত

না ধোয়া কি আপনার নিকট এতই

ভালো লাগে?

এছাড়াও আরও আছে।

যা বলতে বলতে দিন পার হয়ে যাবে।

হে আমার বোন! এরপরও কি আপনার

মনে হয় দাড়িওয়ালা যুবকরা নোংরা,

জঙ্গল ???

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.