নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

"বাপ যা করে যেতে পারেননি, ছেলে তাই করে যাচ্ছে"- আল্লামা সুলতান যওক নদভী

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

গত কাল হাজিরপুল ঈদগাহ ময়দানে আরবি সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী দাঃবাঃ নসীহতমূলক বয়ান পেশ করেন। এতে তিঁনি আত্মশুদ্ধীর গুরত্ব তুলে ধরেন। বয়ানের শুরুতেই মরহুম সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ. ও বর্তমান পীর সাহেব সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাহেবের প্রশংসা করে বলেন, মরহুম পীর সাহেব চরমোনাই; আমাদের বন্ধু, আমাদের মুরব্বী; আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তাঁর ছেলেদের লেখা-পড়া করার জন্য দারুল মা'আরিফেও পাঠিয়েছিলেন। তাঁর সাথে অনেকবার বিভিন্ন মাহফিলে দেখা হয়েছে; তিনি আমাদের এখানে আসতেন। তাঁর সাথে সৌদি সফরে মদীনা মুনাওয়ারায় সাক্ষাৎ হয়েছে তা আজও ভুলতে পারি নাই।

তিনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাহেব। তিনি দেশে লেখাপড়া করেছেন এবং ইলমের দিক থেকেও একজন সুযোগ্য আলেম হয়েছেন। বিশেষ করে মানুষের হেদায়তের জন্য তার পিতা মরহুম পীর সাহেব যে অভিযানের ডাক দিয়েছিলেন সে অভিযানকে গৌরবের সাথে চালিয়ে যাচ্ছেন।

মরহুম পীর সাহেবের মৃত্যুর পর সংগঠনের নেতৃত্ব, যখন তাঁর বর্তমান পীর সাহেবের হাতে ওঠল, সন্দেহ ছিলো তিনি এর নেতৃত্ব দিতে পারবেন কিনা! কিন্তু

দেখা যাচ্ছে বাপ যা করে যেতে পারেননি ছেলে তাও করে যাচ্ছে!

তার মধ্যে আল্লাহ সে যোগ্যতা দিয়েছেন এবং তিনি মরহুম পীর সাহেবের বিশেষ দু'আ পেয়েছেন।

পীর সাহেবের আগমণ উপলক্ষে বন্ধু-বান্ধবরা আমাকে দাওয়াত দিলো, আমি তাদের দাওয়াত ফেরত দিতে পারলাম না পীর সাহেবের মহব্বতে। তাঁর সাথে কিছুক্ষণ বসবো। আমাদের মাদরাসায় এসেছেন, কিছুক্ষণ বসলেন। অনেক প্রয়োজনীয় আলোচনা হয়েছে; মনে চেয়েছিলো আরো কিছুক্ষণ আলাপ করবো কিন্তু মাহফিলের কারণে চলে আসতে হলো, আমিও বারণ করতে পারলাম না।

পীরসাহেব চরমোনাই ও আল্লামা সুলতান যওক নদভীর একান্ত বৈঠক৷ দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ ওলামা হযরতের সাথে মতবিনিময়ের অংশ হিসাবে আজ দারুল মাআরিফ আল ইসলামিয়ার

মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর সাথে পীর সাহেব হুজুর সমকালীণ রাজনৈতক

পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন৷

মতবিনিময় সভায় আল্লামা যওক বলেন, ইসলামি আন্দোলন শত প্রতিকুলতার পরও যেভাবে মাঠে শক্ত অবস্থান সৃষ্টি করেছে এটা মহান আল্লাহর খাছ রহমত৷ তিনি আন্দোলন এর স্বতন্ত্র অবস্থানে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আপনাদের পরিকল্পনা ও

সতর্কতামূলক কর্মসূচি সাধারন মানুষের মাঝে আস্থা সৃষ্টি করেছে৷

আজ হোক আগামীকাল সবাই আপনাদের সাদরে গ্রহণ করবেন৷

তিনি আগামী চরমোনাই মাহফিলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷ এছাড়াও আল্লামা নদভী পীর সাহেব চরমোনাইকে নিজের লিখিত দু'টি কিতাব ও একটি আতর হাদিয়া দেন।



গত কাল হাজিরপুল ঈদগাহ ময়দানে আরবি সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী দাঃবাঃ নসীহতমূলক বয়ান পেশ করেন। এতে তিঁনি আত্মশুদ্ধীর গুরত্ব তুলে ধরেন। বয়ানের শুরুতেই মরহুম সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ. ও বর্তমান পীর সাহেব সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাহেবের প্রশংসা করে বলেন, মরহুম পীর সাহেব চরমোনাই; আমাদের বন্ধু, আমাদের মুরব্বী; আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তাঁর ছেলেদের লেখা-পড়া করার জন্য দারুল মা'আরিফেও পাঠিয়েছিলেন। তাঁর সাথে অনেকবার বিভিন্ন মাহফিলে দেখা হয়েছে; তিনি আমাদের এখানে আসতেন। তাঁর সাথে সৌদি সফরে মদীনা মুনাওয়ারায় সাক্ষাৎ হয়েছে তা আজও ভুলতে পারি নাই।

তিনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাহেব। তিনি দেশে লেখাপড়া করেছেন এবং ইলমের দিক থেকেও একজন সুযোগ্য আলেম হয়েছেন। বিশেষ করে মানুষের হেদায়তের জন্য তার পিতা মরহুম পীর সাহেব যে অভিযানের ডাক দিয়েছিলেন সে অভিযানকে গৌরবের সাথে চালিয়ে যাচ্ছেন।

মরহুম পীর সাহেবের মৃত্যুর পর সংগঠনের নেতৃত্ব, যখন তাঁর বর্তমান পীর সাহেবের হাতে ওঠল, সন্দেহ ছিলো তিনি এর নেতৃত্ব দিতে পারবেন কিনা! কিন্তু

দেখা যাচ্ছে বাপ যা করে যেতে পারেননি ছেলে তাও করে যাচ্ছে!

তার মধ্যে আল্লাহ সে যোগ্যতা দিয়েছেন এবং তিনি মরহুম পীর সাহেবের বিশেষ দু'আ পেয়েছেন।

পীর সাহেবের আগমণ উপলক্ষে বন্ধু-বান্ধবরা আমাকে দাওয়াত দিলো, আমি তাদের দাওয়াত ফেরত দিতে পারলাম না পীর সাহেবের মহব্বতে। তাঁর সাথে কিছুক্ষণ বসবো। আমাদের মাদরাসায় এসেছেন, কিছুক্ষণ বসলেন। অনেক প্রয়োজনীয় আলোচনা হয়েছে; মনে চেয়েছিলো আরো কিছুক্ষণ আলাপ করবো কিন্তু মাহফিলের কারণে চলে আসতে হলো, আমিও বারণ করতে পারলাম না।

পীরসাহেব চরমোনাই ও আল্লামা সুলতান যওক নদভীর একান্ত বৈঠক৷ দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ ওলামা হযরতের সাথে মতবিনিময়ের অংশ হিসাবে আজ দারুল মাআরিফ আল ইসলামিয়ার

মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর সাথে পীর সাহেব হুজুর সমকালীণ রাজনৈতক

পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন৷

মতবিনিময় সভায় আল্লামা যওক বলেন, ইসলামি আন্দোলন শত প্রতিকুলতার পরও যেভাবে মাঠে শক্ত অবস্থান সৃষ্টি করেছে এটা মহান আল্লাহর খাছ রহমত৷ তিনি আন্দোলন এর স্বতন্ত্র অবস্থানে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আপনাদের পরিকল্পনা ও

সতর্কতামূলক কর্মসূচি সাধারন মানুষের মাঝে আস্থা সৃষ্টি করেছে৷

আজ হোক আগামীকাল সবাই আপনাদের সাদরে গ্রহণ করবেন৷

তিনি আগামী চরমোনাই মাহফিলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷ এছাড়াও আল্লামা নদভী পীর সাহেব চরমোনাইকে নিজের লিখিত দু'টি কিতাব ও একটি আতর হাদিয়া দেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

হরিণা-১৯৭১ বলেছেন: এরা রাজনী্তির কি জানবে? These are cavemen.

২| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬

সত্যের পথে আরিফ বলেছেন: এরা রাজনী্তি জানবে কারন এদের রাজা মুহাম্মদে আরবী (স:) তবে এদের সাথে থাকলেও লেখক গনতন্ত্র/সমাজতন্ত্র/ধর্মনীরপেক্ষতা মোটামোটি বুজে! আর বুজে বলেই বলছি ওগুলো সব শয়তানের পদান্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.