![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
আচ্ছা মনে করেন
আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, আপনাকে যাওয়ার জন্য দুটি আপশন
দেওয়া হলো....
অপশনঃ১__
আপনাকে এসি বাসে করে নেওয়া হবে,
যাওয়ার পথে সকালের নাস্তা,দুপুরের খাবার
অনেক দামী দেওয়া হবে, তারপর বাসে নানা রকম বিনোদনের
ব্যবস্থা থাকবে,
কিন্তু কক্সবাজার নেওয়ার পর আপনাকে বাস
সহ
সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলা হবে ।।
অপশনঃ২__ আপনাকে একটা নরমাল বাসে করে নেওয়া হবে,
সকালের নাস্তা,দুপুরের খাবার কোন রকম
দেওয়া হবে,
বাসে কোন বিনোদনের
ব্যবস্থা থাকবে না বরং যে রাস্তা দিয়ে নেওয়া হবে রাস্তাটা তেমন
ভালো না, যেতে কিছুটা কষ্ট হবে,
কিন্তু কক্সবাজার পৌছার পর
আপনাকে আজীবনের জন্য একটা ফাইভ স্টার
হোটেলের রুম দিয়ে দেওয়া হবে,
সেখানে সব সময় দামী দামী খাবার পাবেন,
সাথে সব সময় বিনোদনের ব্যবস্থা থাকবে ।। ____আচ্ছা আপনি কোন আপশনটা গ্রহন করবেন ??
কোন বোকা আর রামছাগল ছাড়া এক
বাক্যে সবাই ২য় আপশনটা গ্রহন করবে,
কারন কেউই সামান্য সুখের
বিনিময়ে আজীবনের
জন্য দুঃখ চায় না ।। তাহলে আমরা কোন বোকার সাগরে বাস
করতেছি ??
দুনিয়ার সামান্য ৫০/৬০ বছরের সুখের জন্য(যদিও তেমন সুখের হ্য়না)
অনন্তকালের আখিরাত ধবংস করতেছি ।।
___আল্লাহ আমাদের সকলকে উপরের কথাটার
মর্ম উপলব্ধি করার তৌফিক দান করুন এবং দুনিয়ার
সামান্য জীবন আপনার হুকুমের মাধ্যমে পালন
করে চিরস্থায়ী জান্নাত হাসিল করার মত
যোগ্যতা দান করুন ((আমীন)) ।।
©somewhere in net ltd.