![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
দাড়ি পৌরুষের প্রতীক : দাড়ি মুন্ডন করা শয়তানের কাজ -
আজ যুবক বুড়ো নির্বিশেষে আমরা সকলেই চরম দুঃসাহসী হয়ে পড়েছি l যুবক থেকে বৃদ্ধ অনেকেই দাড়ি মুন্ডন করে নির্ভিকভাবে l অথচ ভেবে দেখুন স্বয়ং রাসূল (সাঃ) সর্বদা দাড়ি রেখেছেন,সকল মুসলমানকে দাড়ি রাখার তাকিদ করেছেন l
আর আজ চলছে দাড়ি না রাখার প্রতিযোগীতা l এর চেয়ে বড় বেয়াদবী আর দূর্ভাগ্য আর কি হতে পারে l
তাছাড়া শুধু সকল নবী-রাসূলের সুন্নতই নয়,দাড়ি পৌরুষের প্রতীক,মুসলমানের ঐত্যিহ্যময় স্মারক l দাড়ি মর্যাদার সাক্ষী,সম্মান ও বুযুর্গির নিদর্শন l দাড়িই পৌরুষের দীপ্ত প্রমাণ l
দাড়ি মুন্ডন করার অর্থ হলো,আল্লাহ প্রদত্ত আকৃতিকে বিকৃত করে ফেলা l এটা নিতান্তই শয়তানের কাজ l দাড়ি মুন্ডনকে ভাল বলা বা প্রসংসা করার অর্থ সুন্নতে রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করা,যা কোন মুমীন মুসলমানের পক্ষে কল্পনা করাও অসম্ভব l
আমরা সকলেই দাবি করি,আমরা নবীকে ভালবাসী l কিন্তু সত্যিই যদি ভালবাসী,তাহলে এর দাবী তো ছিলো,রাসূল (সাঃ)- এর অনুসরণ করা l কারণ,কারও কর্ম,চরিত্র ও রূপকে ঘৃণা করে মুখে তার ভালবাসার দাবি কি নিতান্তই ভন্ডামী নয় ?
কবি বলেছেন -
''রাসূলের অবাধ্য তুমি,মুখে বলো ভালবাসী,
প্রাণের শপথ,এ কেমন আজগুবি দাবি !
সত্যি যদি প্রেমীক হতে,হতে অনুগত তার
কর্মই বলে - কার হৃদয়ে ভালবাসা কার ৷৷ ''
[ ফতোয়ায়ে রাহীমিয়াহ,২য় খন্ড,৪০২-৪০৩ ]
r_R_
প্রথম পর্বের Link -
https://www.facebook.com/khorasaner.kafela/posts/1531417617118889
দ্বিতীয় পর্বের Link -
https://www.facebook.com/khorasaner.kafela/posts/1531626763764641
তৃতীয় পর্বের Link -
https://www.facebook.com/khorasaner.kafela/posts/1531677763759541
চতুর্থ পর্বের Link -
https://www.facebook.com/khorasaner.kafela/posts/1532106093716708
Like ·
©somewhere in net ltd.