নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

তাবলীগ জামাত সম্পর্কে এ কেমন অসভ্য/লেংডি মার্কা মন্তব্য-শিবির সেলিব্রেটি জিয়াউল হক মুন্নার?

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

ইসলামের কি ....... করি তড়াই ফালাইছেন? এই পর্যন্ত মৌদুদিবাদ প্রতিষ্ঠা ছাড়া কিবা করছেন বাংলাদেশে? আচল তলে গুইরা গুইরা ইসলামের খেদমত করছেন না বারোটা বাজাইছেন তা বাংলাদেশের মানুষ জানে। ইসলামের খেদমত হলে এই পিকনিককারীদের দিয়ে আর চরমোনাইওালাদের দ্বারা কিছু হচ্ছে। সুদ খোর, ঘুস খোর, মদতি, বেদাতী, চোর, ডাকাত ইসলামের ছায়াতলে আসছে। মানুষ দ্বিনদার, ফরহেজগার, নামাজি হচ্ছে। মাথায় টুপি মুখে দাড়ি উঠছে। আর আপনাদের দ্বারা টুপি মাথায় থাকলে তা মাথা থেকে নামছে! দাড়ি লম্বা থাকলে তা মৌদুদির বরকতে ইন্দুর ছাঁট হচ্ছে!


জিয়াউল হক মুন্নার মন্তব্য:
"আমি কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বেয়াদব তাই........ তাবলীগের সেসব কূপমন্ডুকদের জুতাপেটা করতে ইচ্ছুক যারা ইজতিমায়ী পিকনিকের জন্য জনাব মোঃ খালেদা জিয়াকে আন্দোলন স্থগিত রাখতে পরামর্শ দিচ্ছেন। অনেক তাব্লীক কৃমিরা বিএনপি জামাআতকে গালিগালাজ করছে হরতাল অবরোধের জন্য। হোক তেনারা তাব্লিকের মুরাব্বা আর হোক চামচা, আমি তেনাদের জুতাপেটা করতে চাই এজন্য যে, তুরাগের পাড়ে তেনাদের পিকনিক বন্ধ হবে সেজন্য তারা জামায়াত বিএনপি কে গালাগাল করছে, ইসলামের শত্রু আখ্যায়িত করছে অথচ ইতোপূর্বে যখন নাস্তিক লতিফ সিদ্দিকী রাসুলুল্লাহ (স:) এর শানে বেয়াদবীমূলক কটুক্তি করেছে, হজ্জ্ব ও তাদের তাব্লিকি কাজের কটুক্তি করেছে তখন তারা নাস্তিক লতিফ সিদ্দিকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য একটা বিবৃতি দেয়নি আর রাজপথে মিছিলের কথা তো বাদ দিলাম। নাস্তিক লতিফ সিদ্দিকি কতৃক ইসলাম অবমাননার প্রতিবাদে প্রথম মাঠে নেমেছে জামায়াত শিবির কিন্তু মজার ব্যাপার হলো তাব্লিকি মোরাব্বাদের মতে জামায়াত শিবির ইসলামের শত্রু।
যারা মসজিদে মসজিদে ঘুরে বেড়ায় আর মাংস পোলাও খায় অথচ নাস্তিক্যবাদের বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করার হিম্মত নেই তারা আবার ইসলামের বিরাট খাদেম!!
নাস্তিক হাসিনা নাস্তিকদের লালন করছেন। নাস্তিক্যবাদ উপড়ে ফেলতে হলে প্রথমে দরকার আওয়ামীলীগকে ক্ষমতার মসনদ থেকে আঁস্তাকুড়ে নিক্ষেপ করা। তাভ্লিকিদের উচিৎ ছিলো তুরাগের পাড়ে পিকনিক না করে এই আন্দোলনে শরিক হওয়া। হাসিনা ও তার দল ইসলামের যতটা ক্ষতি না করে তার চেয়ে হাজারগুণ ক্ষতি সাধন করে এই তাব্লিকেরা। নাস্তিক, মুরতাদ ও ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে যারা নিশ্চিন্তে নির্দ্বিধায় মাংস পোলাও খায় আর মসজিদে মসজিদে উদ্বাস্তু দের মতোঘুরে বেড়ায় তাদের জন্য জুতাপেটা ছাড়া আর কি উপহার থাকতে পারে?
(নাউযুবিল্লাহ...)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.