![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
একটি ইসলামী সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পূর্বশর্ত ৩টি ।
১. যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব ।
২. যুগোপযোগী ও বাস্তবধর্মী পরিকল্পনা এবং কর্মসূচি ।
৩. আত্মত্যাগী, মেধাবী, নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী ।
ইসলামী আন্দোলনের রাজনৈতিক বয়স আজ ২৮ বছর । এই সংগঠন প্রমাণ করেছে এই তিনটি শর্তকে সামনে রেখে কিভাবে সংগঠন পরিচালনা করতে হয় । এই সংগঠনের পাশাপাশি আরো অনেক সহি ধারার সংগঠন ছিল, আজ তা শুধুই ইতিহাস । এখনো কতক আছে নামমাত্র। শুধু ব্যানার কেন্দ্রিক । তাই তাওহিদী জনতার উচিৎ সকল মতভেদ ভুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে পীর সাহেব চরমোনাই হুজুরের নেতৃত্বে সমবেত হওয়া । হা, আন্দোলনের দীর্ঘ রাজনৈতিক সময়ে সকল কর্মসূচি ও অবস্থান আপনার মনপূত হয়নি। তবুও আসুন , নাস্তিক্যবাদিদের প্রতিরোধ, বস্তুবাদি রাজনীতির অবসান কল্পে আমাদের এ ব্যানারে। আপনার সুচিন্তিত মতামত ও যৌক্তিক সমালোচনা আমারা সাদরে গ্রহণ করবো। ইসলামী আন্দোলন সকলের জন্য উম্মুক্ত । হ্যাঁ বন্ধু , স্বাগতম আপনাকে ।
©somewhere in net ltd.