নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

জাতির যোগ্য রাহবার পীর সাহেব চরমোনাই ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

একটি ইসলামী সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পূর্বশর্ত ৩টি ।

১. যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব ।
২. যুগোপযোগী ও বাস্তবধর্মী পরিকল্পনা এবং কর্মসূচি ।
৩. আত্মত্যাগী, মেধাবী, নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী ।

ইসলামী আন্দোলনের রাজনৈতিক বয়স আজ ২৮ বছর । এই সংগঠন প্রমাণ করেছে এই তিনটি শর্তকে সামনে রেখে কিভাবে সংগঠন পরিচালনা করতে হয় । এই সংগঠনের পাশাপাশি আরো অনেক সহি ধারার সংগঠন ছিল, আজ তা শুধুই ইতিহাস । এখনো কতক আছে নামমাত্র। শুধু ব্যানার কেন্দ্রিক । তাই তাওহিদী জনতার উচিৎ সকল মতভেদ ভুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে পীর সাহেব চরমোনাই হুজুরের নেতৃত্বে সমবেত হওয়া । হা, আন্দোলনের দীর্ঘ রাজনৈতিক সময়ে সকল কর্মসূচি ও অবস্থান আপনার মনপূত হয়নি। তবুও আসুন , নাস্তিক্যবাদিদের প্রতিরোধ, বস্তুবাদি রাজনীতির অবসান কল্পে আমাদের এ ব্যানারে। আপনার সুচিন্তিত মতামত ও যৌক্তিক সমালোচনা আমারা সাদরে গ্রহণ করবো। ইসলামী আন্দোলন সকলের জন্য উম্মুক্ত । হ্যাঁ বন্ধু , স্বাগতম আপনাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.