নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় মেহমান হিসেবে হজ্ব পালন করতে যাওয়া মুফতী সৈয়দ ফয়জুল করীম(পীরে কামেল চরমোনাই)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

বিদেশী প্রভূভক্ত যারা তাদের ব্যাপারে আসলে কোন কথা নাই! কিন্তু যারা দেশকে ভালোবাসে, দেশের আলেমদেরকে বিশ্ব মঞ্চের নেতৃত্বের আসনে দেখতে চায় তাদের মধ্যে মতের যত পার্থক্যই থাকুক না কেন, মুফতী সৈয়দ ফয়জুল করীম সাহেব দাঃ বাঃ হযরতের সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় মেহমান হিসেবে হজ্ব পালন করতে যাওয়ার সংবাদটা শুনে একটু হলেও খুশি হতে হবে তাদের।
ঠোটের কোনে ছোট্ট একটু প্রশান্তির হাসি তাদের আনতে হবে!
চোখটা একটু বুজে ছোট্ট একটু অনুভূতি ফিল করতে হবে তাদের!
করতেই হবে!!
'
হয়ত আপনি জানেন না! বাংলাদেশের আলেমদের ব্যাপারে বহির্বিশ্বে কি ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়.. নিজের একটা অনুভূতি বলছি..
হয়ত ভাইটি বাংলা বুঝবে না বলে আমার এই লেখাটাও বুঝতে পারবে না তবে শিক্ষাটা ইন্দোনেশিয়ার এক আলেমের কাছ থেকে পেয়েছিলাম!
ফেসবুকে চ্যাটিংয়ের এক পর্যায়ে উনি আমাকে বলেছিলেন,
'
তোমাদের দেশের আলেমরা তো কুরআন হাদীসের ব্যাপারে পুর্ন ধারনা রাখে না!! তারা অনেকটাই শুনে শুনে ইসলাম মানে!
'
জবাব ওনাকে দিয়েছিলাম সুন্দর করেই! সেটা লেখা এখানে উদ্দিশ্য না তবে সেই অনুভূতিটা থেকেই বলছি,
'
আরব বিশ্বে বাংলাদেশের আলেমদের ব্যাপারে যেই প্রোপাগান্ডা বেরলভী আর আহলে হাদীস সম্প্রদায় ছড়িয়ে থাকে তার ফলাফলেই মুলত আরব বিশ্বে বাংলাদেশের আলেমরা উপেক্ষিত! সেই প্রোপাগান্ডার জাল ছিন্ন করে অল্প কিছু মানুষই পেরেছিলো আরব বিশ্বে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিত্ত্ব করতে..
আল্লামা হারুন ইসলামাবাদী রা., মাওলানা মহিউদ্দীন খান সাহেব দা.বা., আল্লামা সুলতান যওক নদভী সাহেব দা.বা. সহ গুটিকয়েক কয়েকজন আলেমে দ্বীন। আরবের বিভিন্ন কনফারেন্সে ডাক পড়তো কেবল তাদেরই।
'
সৌদি রাষ্ট্রীয় মেহমান হিসেবে ফয়জুল করীম সাহেবের হজ্ব করতে যাওয়ার যেই আমন্ত্রন পত্র এসেছে সেখানে স্পষ্ট করে লেখা আছে, "ضيوف خادم الحرمين الشريفين"
"দুয়ূফু খাদিমুল হারামাইন আশশরিফাইন"
'
এই ঘটনা অবশ্যই একদলের গাত্রদাহের কারন হয়ে দাড়াবে.. তারা কল্পিত কল্পিত অনেক কথা বলে বেড়াবে যেভাবে বলেছিলো হযরত সৌদি সফরের যাওয়ার পর।
.....একটা দুইটা দিন নয়! একচল্লিশটা দিন হযরত সৌদি কারাগারে ছিলেন বিনা অপরাধে, মিথ্যাচারের কবলে পড়ে..!! ভক্ত অনুরক্তদের কথা বাদই দিলাম একজন সাধারন মানুষের মনেও এ ব্যাপারটা দাগ কাঁটতে বাধ্য.. একজন মানুষকে এভাবে বিদেশের মাটিতে মিথ্যা অভিযোগ এনে হয়রানী করা কোন মানবিকতার পর্যায়ে পড়ে তা আমার জানা নেই বা যে বা যারা এটা করেছে তারা ইসলামের কত্ত বড় শত্রু সেটাও আমি হিসেবে মেলাতে পারি না।
'
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা ইউনিট মিলে মিশে ইনভিষ্টিকেশন করেছে! যাঁচাই করেছে প্রতিটি অভিযোগ! (ফয়জুল করীম সাহেবের নিজ মুখ থেকে আমিই এসব শুনেছি) স্বসম্মানে ছাড়া পেয়েছেন হযরত.. বীরের বেশে ফিরে এসেছেন বাংলাদেশের মাটিতে.. আজ সৌদি সরকার তাদের মানবিকতা দেখিয়ে বিশ্বের এক হাজার সম্মানিত ব্যাক্তিদের তালিকায় ফয়জুল করীম সাহেবের নাম এনে তাকে হজ্ব করাতে নিয়েছেন। ধন্যবাদ সৌদি সরকারকে৷৷ সেই সাথে সাথে এটা বাংলাদেশের তরুন আলেমদের জন্য গৌরবময় এক অধ্যায়ের সূচনা বলেই মনে করি।
'
যারা প্রারম্ভ থেকেই বাংলাদেশের আলেমদের শিকড় কাঁটতে অভ্যাস্থ তারা এবারেও তাদের কুত্‍সিত চেহারাগুলো প্রকাশ করছে মিথ্যার আবরনে আবৃত করে..
'
কাবার মেহমান তোমার সমিপে আরজি কেবল একটাই,
বিরুদ্ধবাদীদের হেদায়েত নয়ত ধ্বংশের দোয়াটাই চাই।
কালো গিলাফে আবৃত ঐ চার কোনা সেই ঘরেই,
আসবে তুমি খোদার কাছে হৃদয় অভিযোগ শুনিয়েই।
'
শুভ কামনা প্রিয় ব্যাক্তিত্ত্ব মুফতী সৈয়দ ফয়জুল করীম সাহেব দা.বা. আপনার জন্য।।
'
পূনশ্চ:-
হযরতের ভিসায় 'মাজ্জানান' শব্দটা লেখা আছে বলে যারা নিউটনের আনসলভ কোন সূত্র পেয়ে গেছেন ভেবে হম্বিতম্ভি করছেন তাদের জন্য ছোট্ট একটা সলভ সূত্র দিচ্ছি


হযরতের এই হজ্বের সকল খরচ সৌদি সরকার বহন করছে বলে ভিসায় সেটা উল্যেখ করে দেয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত হযরতকে সৌদি সরকারের মেহমান হিসেবে বাংলাদেশের বিমানবন্দরে বিদায় দিয়ে গেছেন গত রাতে

সেই সাথে সৌদি বিমানবন্দরেও হযরতকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে রিসিভ করা হয়েছে।
'
এরপরেও যদি আপনার চুলকানী না কমে তাইলে ফার্মগেটের ফুটপাত থেকে চুলকানীর মলম কিনে লাগাতে থাকুন

কমলে কমতেও পারে

--
পরিশেষে একটা কথাই বলতে পারি,
খোদার বানী, وتعز من تشاء وتزل من تشاء-র অর্থ তোমরা ভুলে গেলেও আমরা ভুলে যাইনি।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.