নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা জঙ্গী সামলা......

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

জয় বাংলা দিয়েই শুরু করছি। দেশ ওদের, কিন্তু বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের।
'
অতীতের তুলনায় বর্তমানে আমাদের দেশে রাজনৈতিক সংঘাত খুবই কম। বলতে গেলে রাজপথে বিরোধী দলের হরতাল অবরোধের মত কর্মসূচি, একেবারেই নেই। রাজপথ আকাশ পথ নৌপথ, সবই শান্ত।
'
যদিও অতীতে এদেশে কিছু জঙ্গীর (বাংলা ভাই) তত্‍পরতা ছিল, বর্তমানে হয়তো কয়েকজন লুকিয়েও থাকতে পারে, কিন্তু তাদের আর আগের মত জ্বালাও পোড়াও কর্ম পন্থা নেই। তারাও একেবারে নিরব নিথর।
'
এরপর হক্কানী ওলামায়ে কেরাম যাঁরা আছেন, তাঁরা প্রকাশ্যেই রাজনীতি করেন। এবং তাদের কর্মসূচিও প্রকাশ্যেই পালন করেন। তাহলে এই দেশটা জঙ্গীর দেশ হয় কীভাবে ??
'
একটু বিশ্লেষণে যাই। মাত্র কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল, বাংলাদেশ সফর বাতিল করলো, তাদের অভিযোগ, জঙ্গীর ভয়ে নিরাপত্তার অভাব। অথচ দু চার বছরে এই দেশে জঙ্গী স্টাইলে কোনো হামলা হয়নি।
'
তার কিছু দিন আগে আমাদের প্রধান মন্ত্রী বিদেশে যেয়ে বলে এসেছেন, জঙ্গী দমনে তার সরকার প্রচুর কাজ করতেছে। এবং আগামীতেও জঙ্গী দমন সরকার জোরদার করবে।
'
সকলে একটু গভীর খেয়াল, অর্থাত্‍ প্রধান মন্ত্রী বৈদেশে যেয়ে জঙ্গীর কথা বললেন, অস্ট্রেলিয়া সফর বাতিল করলো, প্রমান হাতে নাতে দেওয়ার জন্য, প্রথমে ইতালি পরে জাপানি নাগরিক হত্যা হলো। তাহলে আমরা সবাই বুঝলাম যে এই দেশে জঙ্গী আছে।
'
কিন্তু এতে আমাদের লাভ ক্ষতি কতটুক ?
'
একটু খেয়াল। আম্লীগ এবং বিন্পি উভয়েরই প্রভু হলো বিদেশের গ্রিণ সিগনাল। আর ওদের বিদেশি প্রভুরা সব সময় থাকে জঙ্গী আতঙ্কে। তাই লীগ ও বিএনপি; উভয়েরই চিন্তা চেতনা একটাই। এই দেশকে বাহির রাস্ট্রে জঙ্গী দেশ হিসেবে তুলে ধরা।
'
যদি লীগ বিশ্ব মোড়লদের বুঝাইতে পারে যে, আমাদের দেশে জঙ্গী আছে, এবং সেই জঙ্গীদের মদদ দিচ্ছে বিএনপি। তাহলে লীগের ক্ষমতায়ণ পাকা পোক্ত।
'
ঠিক তদ্রুপ বিএনপিও যদি বিশ্ব মোড়লদের বুঝাইতে পারে যে, আমাদের দেশে জঙ্গী আছে, কিন্তু লীগ সরকার সেই জঙ্গী দমনে পুরাপুরি ব্যর্থ। তাই জঙ্গী দমনে ক্ষমতায় আমাদের যেতে হবে। তখন বিএনপি পাবে মোড়লদের গ্রিণ সিগনাল। ক্ষমতায় যাওয়ার রাস্তা।
'
আসলে এই দেশে জঙ্গী আছে; এটা একটা উভয় দলের ক্ষমতায় থাকা এবং যাওয়ার অজুহাত মাত্র। ওরা জনগণের জন্য নয়, ওদের জন্য ওরা রাজনীতি করে।
'
তবে যে দেশে স্ত্রীকে শাসন করলে, নারী নির্যাতনের মামলা হয়। কোরবানী দেওয়ার অস্ত্র দেখলে, পুলিশ ধরে নিয়ে হাজতে পাঠায়। দাড়ি টুপি পাগড়ি দেখলে, বুদ্ধিজিবীরা আতঙ্কিত হয়! সে দেশে প্রতি ঘরে ঘরে জঙ্গী হওয়াই সাভাবিক।
'
"জয় বাংলা জঙ্গী সামলা"
Asaduzzaman Returns

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.