নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টতো এখনও শুরুই হয়নি...

আমিই আজাদ

আমি বাংলায় গান গাই, আমি মানুষের গান গাই,আমি সাম্যের গান গাই।

আমিই আজাদ › বিস্তারিত পোস্টঃ

কোরআন ও সহীহ্ হাদীস এর আলোকে পর্দা সম্পর্কে জানতে চাই

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৫

সত্য জানার সদিচ্ছা ও ইসলাম এর বিধি বিধানগুলো সম্পর্কে আরও বেশি পরিস্কারভাবে জানার উদ্দেশ্যে আমার আজকের এই পোষ্ট।
অশালীন পোষাক রুচিশীল মানুষ মাত্রই বর্জন করবেন। ইসলামেও সেগুলোকে পরিত্যাগ করার হুকুম দেওয়া হয়েছে এবং পর্দা বা হিজাবকে উৎসাহিত করা হয়েছে। পর্দা সম্পর্কে অনেক সময় অনেক কিছুই জেনেছি, শুনেছি ও দেখেছি। তবে হিজাব বা পর্দা সুনির্দিষ্টভাবে কীরূপ হবে তা কোরআন ও শুধুমাত্র সহীহ্ হাদীস থেকে আমাকে জানার সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।
উল্লেখ্য অবান্তর বা কারও অনুভূতিতে আঘাত হানে, এরকম কোন কমেন্ট করবেন না।
আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আছি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।

তবে ইসলামের সত্যিকারের শিক্ষা জানতে ও বুঝতে চাইলে সরাসরি কোরআনের কাছে যাওয়াই শ্রেয়।
কোন মানুষের মাধ্যম প্রয়োজন নাই - নিজেই কোরআন পড়ে দেখুন। এক বারে না বুঝলে বার বার পড়ুন(কোরআন শব্দের একটা অর্থও বার বার পড়া)। একই অনুবাদ না পড়ে বিভিন্ন অনুবাদকের অনুবাদ পড়ুন। সম্ভব হলে আরবী শিখে সরাসরি কোরআনের অর্থ বোঝার চেস্টা করুন।

কোরআনতো খুব বড়কোন কিতাব নয়, বাংলা অনুবাদে মাত্র ৪০০-৫০০ পাতার একটা বই। আমরা এত এত বড় বড় বই পড়তে পারি অথচ ইসলাম বোঝার জন্য কোরআন না পড়ে মানুষের কাছে জানতে চাই - এটা কি ঠিক? আল্লাহ কোরআনকে সংরক্ষনের ঘোষনা দিয়ে রেখেছেন। তাই একমাত্র কোরআনই কেয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথ দেখাবে। নিজে পড়ে নিজেই জেনে নিন কোন বিষয়ে আল্লাহ কি বলেছেন। এটাই উত্তম পথ।

আল্লাহ আপনার সত্য জানার আগ্রহ কবুল করুন ; আমীন।

বি:দ্র: অনলাইনে কোরআনের আলোচনা শুনতে চাইলে এখানে দেখতে পারেন Click This Link

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

আমিই আজাদ বলেছেন: আপনার কথাগুলো অসম্ভব ভালো লাগলো। সবচেয়ে উত্তম পথ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে আমি সামুতে এসেছি না জানা বিষয়গুলো নিয়ে আরও একটু বেশি জানার জন্য। এখানে অনেক জ্ঞানী-গুনী জন আছেন। তাদের কাছে সহজেই সবকিছু জানা যায়।
আপনার দেওয়া লিঙ্কটা চেক করেছি। অনেক জানা-অজানা তথ্য আছে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

এ আর ১৫ বলেছেন: হিজাব একটা ট্রেডিশন এবং এটা মোটেও ধর্মীয় বাদ্ধকতা নয়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

আমিই আজাদ বলেছেন: বিশ্বাস আর যুক্তি সবসময় একসাথে চলতে পারে না।
ধন্যবাদ সময় দেওয়ার জন্য।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আপনিতো অনেক পুরোনো লোক - আমি ভেবেছিলাম ব্লগে নতুন।

আপনার লাস্ট পোস্ট দেখছি ২০১২তে - মাঝের চার বছর কোন পোস্ট করেন নি, নাকি ডিলিট করে দিয়েছেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

আমিই আজাদ বলেছেন: নানান সমস্যার কারনে লিখতে পারিনি। এমনকি মন্তব্যও করতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত।
উত্থান-পতনের মধ্যে মানুষের জীবন। তেমনই এক ফাঁকে ঝুলে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.