নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যকে চেনা যত সহজ, নিজকে চেনা তত সহজ না।

আপনাদের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করছি।

অল্পভাষী

আমার বিশেষ কোন গুন নাই

অল্পভাষী › বিস্তারিত পোস্টঃ

নতুন এন্ড্রয়েড মোবাইল কিনতে চাই

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৫

গত সপ্তাহেই সখের স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস বাসা থেকে চোর বাবাজি নিয়ে গেছে। জিডি করার পর থানা-পুলিশ করতে করতে গত ১০ দিন কাটিয়ে দিলাম। বার বার আশায় বুক বেঁধে অবশেষে আশাহত হলাম। দুই দিন আগে সন্দেহজনকভাবে একজনকে যথেষ্ট চার্জ করেও কাজ হলো না।

আর পারছি না, গুরু। এবার আরেকটা কেনার চিন্তা। কিন্তু, বাজেট কম। ৮-১০ হাজার। লাভা আইরিস ৪০৫ এর বিজ্ঞাপন দেখে ভালো লাগলো, স্ট্যান্ডার্ড কনফিগারেশন, ১.০ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ৫.০০ এমপি ক্যামেরা ৪.০০ ইঞ্চি ডব্লিওভিজিএ ডিসপ্লে। মেড ইন চায়না। তবে এখনি কিনছি না। কেনার আগে আপনাদের পরামর্শ চাইছি। আর যদি এই বাজেটের মধ্যে অন্য কোন মোবাইল ভালো হয় তবে জানাবেন, প্লিজ । ক্যামেরা কিন্তু ভালো হতে হবে, আর এন্ড্রয়েড জেলি বিন (আইসক্রিম স্যান্ডউইচ তো ব্যবহার করলাম, তাই)। অগ্রিম ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.