![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিশেষ কোন গুন নাই
আমাদের ভালোবাসাকে শিল্পে পরিণত করার জন্যই
মনে হয় তোমাকে চলে যেতে বলেছিলাম।
অতঃপর তোমার অনেক আপত্তি সত্ত্বেও
আমি নাছোরবান্দা তোমাকে ছেড়ে দিলাম।
কারণ, আমি অনেক চেষ্টা করেও তোমার
ভালোবাসায় ব্যকুল হতে পারিনি।
এর কারণ হয়তো আমার ব্যস্ততা।
যখন চলে গেলে, তখন
আমি মনে মনে একধরনের শান্তিও অনুভব করলাম।
যাক বাবা, এই দফায় হাফ ছেড়ে বাঁচলাম।
এখন আমাদের ভালোবাসা শিল্প হয়ে গেছে।
এই শিল্পই এখন আমাকে যন্ত্রণা দেয়।
যদি একটু ব্যকুল হতে পারতাম
তাহলে হয়তো আজকে এই শৈল্পিক যন্ত্রণা থাকত না।
তোমাকে ভালোবাসা দিতে না পারলেও
তোমার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা কিন্তু আছে।
কারণ, এক বছরে যতটুকু ভালোবাসা তুমি আমাকে দিয়েছ
তাও ক‘জনের কপালে জোটে???
এখন তোমাকে নিয়ে আমি যতক্ষণ ভাবি,
যখন আমরা একসাথে চলেছি,
তখন এর দশ শতাংশও ভাবিনি।
নতুন কোন ভালোবাসার জন্যও মন ব্যকুল হয় না
আমি যান্ত্রিক, যান্ত্রিকই রয়ে গেলাম।
তখন যান্ত্রিক ছিলাম তুমিসহ অন্য সব বিষয়ে।
আর এখন যান্ত্রিক তুমি ছাড়া অন্য সব বিষয়ে।
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
অল্পভাষী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি কবি নই। মনের হাবিলাশে গল্পের মতোই লিখেছিলাম। পরে কি-বোর্ডে এন্টার মেরে মেরে কবিতার আকার বানিয়েছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
ডট কম ০০৯ বলেছেন: কবির কাব্যভাবনা অনেক ভাল তবে ব্যাক্য গঠনে আরো পরিপক্কতার পরিচয় দিতে হবে বলে আমার ধারণা।
আরো লিখুন আরো পড়ুন হয়ে যাবে ইনশাআল্লাহ।
সালাম জানবেন।