নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী ভবঘুরে

মহাকালের প্রেতাত্মা

অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি

মহাকালের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

কর্মব্যস্ত দিনশেষে ..

২৫ শে মে, ২০১৫ রাত ৯:৫৮

সারাদিন অফিসের কাজ শেষে কম্পিউটারের সামনে বসে যখন মাথা ঝিমঝিম করে,ডেস্ক থেকে উঠে চারপাশের গহীন বনভূমির দিকে তাকিয়ে থাকি।মাঝে মাঝে কাজ বেশি থাকলে রাত পর্যন্ত থাকতে হয় অফিসে,রাতের বনভূমি অদ্ভুত রকমের নির্জন মনে হয়;আর রাজেন্দ্রপুরের এই ভাওয়াল বনের পাশে আমাদের এই ইন্ডাস্ট্রির লোকজন ততক্ষনে প্রায় সবাই চলে যায়।একা এই বিশাল ইন্ডাস্ট্রিতে তখন বনের গহীনতা আর রাত্রির নিরবতা মিলিয়ে আরো একা মনে হয় নিজেকে।আমি একটু ইন্ট্রোভারট টাইপের মানুষ হওয়ায় বরাবরই একাকিত্ব পছন্দ করি আর তাই সহজেই মানিয়ে নিতে পারি এই নিরবতার সাথে।যখন বের হই তখন সিকিউরিটি গার্ড ব্যতিত আর তেমন কেউ থাকে না,নিশ্চুপ হয়ে যায় সারাদিনের হাজার হাজার মানুষের কোলাহল আর কর্মব্যস্ত এ এলাকা।শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষ থেকে বের হয়ে বনভূমির উপর দিয়ে বয়ে আসা বাইরের উষ্ণ গরম বাতাসে সারাদিনের ক্লান্তি ভুলে বাসার দিকে পা বাড়াই,চারদিকে জঙ্গল হওয়ায় বেশি রাত পর্যন্ত যানবাহন চলে না,যানবাহন না পেলে আমি বরং খুশি হয়ে যাই,একা হেটে আসি নিস্তব্ধ প্রকৃতির বুক চিরে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.