নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী ভবঘুরে

মহাকালের প্রেতাত্মা

অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি

মহাকালের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

সমস্যার গভীরে নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি

২৭ শে মে, ২০১৫ রাত ৯:০০

সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনায় তোলপার হয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যম বা ব্লগে।আমরা সবাই কিছুদিন চেঁচিয়ে পরে চুপ হয়ে যাই পরবর্তী ঘটনা না ঘটা পর্যন্ত।আমরা যতই চেঁচাই সমস্যার গভীরে হল আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি,যেটার পরিবর্তন না হলে ঘুরেফিরে এসব সমস্যা ভিন্ন রুপে আবির্ভূত হবে।
আমাদের পুলিশ বাহিনী আদিবাসী তরুণীর ঘটনায় ভাল পারফরম্যান্স দেখিয়েছে,তবে সেটা ঘটনার গুরুত্ব বোঝার পরে!এই ঘটনা নিয়ে আলোড়ন না হলে অপরাধীরা ধরা পরত নাকি সন্দেহ!!
আদিবাসী তরুণী হওয়া সত্ত্বেও আমাদের বাঙালি সমাজ যেরকম প্রতিবাদ জানিয়েছে তা সত্যিই ইতিবাচক,সংখ্যালঘুদের সমান সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
আর,এমন ঘটনায় ক্ষোভ স্বাভাবিক;তবে ফেসবুক আর কিছু ব্লগে কিছু নারীদের অযৌক্তিক পুরুষবিদ্বেষী স্ট্যাটাস আর ব্লগ তাদের লোকদেখানো বা ব্যাক্তিগত ক্ষোভ হলেও হতে পারে,কিন্তু এসব ক্ষেত্রে এমন জেনারেলাইজেশন লাইক অর্জনে সফল হলেও তা সমস্যা সমাধানে সফল নয়।
পরিশেষে,পরিবার থেকে শৈশবেই শেখাতে হবে নারীর প্রতি শ্রদ্ধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.