![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি
ভার্সিটি শেষ করে কিছুদিন বেকার বসে থাকা,তারপর একেক করে বন্ধুদের মধ্যে প্রায় সবার জবলাইফে প্রবেশ।আমাদের মারচেন্ডাইজিং-গার্মেন্টস সেক্টরের অত্যন্ত চ্যালেঞ্জিং জবলাইফের রোজ সকাল-সন্ধ্যা রুটিনে হাঁপিয়ে উঠে সবার মন চায় একটু দূরে কোথাও ঘুরে আসতে।ঈদ ছাড়া তো আর উপায় নেই কোন!এত লম্বা ছুটি বছরের অন্য কোন সময়ে তো আর পাওয়া যায় না।যদিও পরিবারের সাথে ঈদ-পরবর্তী সময়টা কাটানো উচিত,কিন্তু এটুকু স্যাক্রিফাইস করতে হবে যদি চাই যান্ত্রিক জীবনের মাঝে কোলাহল থেকে দূরে কোথাও প্রকৃতির মাঝে হারিয়ে যেতে।
অসীম জলরাশি আর দিগন্তের হাতছানিতে কক্সবাজার যেন ডাকছে আমায় প্রতিনিয়ত।বিশেষ করে কাজ করতে করতে অবসন্ন-অবচেতন কোন মুহূর্তে এ আহবান আরো বেশি প্রতিধ্বনিত হয়।আই থিংক,আমার মত আমার বন্ধুদেরও নিউরনে-নিউরনে ঘোরাফেরা করছে এ চিন্তা,কবে আসবে ঈদ আর কবে পাবো কাঙ্ক্ষিত সে ছুটি।
জীবনের নতুন ধাপে পা রেখে কাঁধে নতুন ধরনের দায়িত্ববোধ তুলে নেয়া সদ্য ভার্সিটি থেকে বের হওয়া কিছু তরুনের কর্ম-ব্যস্ত জীবনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বালুকাময় সৈকতের উপরে নিঃসীম সমুদ্রের দিকে পাগলাটে দৌড় আমি যেন গাজীপুরের এক ইন্ডাস্ট্রির সপ্তম ফ্লোরে বসেই দেখতে পাচ্ছি। ...থাকবে না পায়ে কোন সারাদিন ব্যাপি ত্বক-সেদ্ধ করা চামড়ার বেষ্টনী,থাকবে শুধু বঙ্গোপসাগর থেকে ভেসে আসা শীতল জলরাশি আর মিহি বালুদানার কোমল ছোয়া,...থাকবে হিমছড়ির পর্বতচূড়া থেকে শুনতে পাওয়া দূর সমুদ্রের কান্না, ...থাকবে দারুচিনি দ্বীপে আলো-আধারি সন্ধ্যায় বারবিকিউ-এর ধোঁয়ার ঝাঁঝালো গন্ধ।
তর সইছে না আর,কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ...মহাব্যস্ত এ মেট্রোপলিটনকে পেছনে ফেলে উড়াল দেবো সাগরকন্যার উদ্দেশ্যে।ডোন্ট কীপ কাম এ্যান্ড স্টার্ট কাউন্টডাউন...আসিফ,জয়,শায়েখ,লিঙ্কন,রাতুল,আদি,পুলক,রাসিব,মিঠু,তৌহিদ সহ আরো যারা যাবি অজানায় হারাতে...
©somewhere in net ltd.