![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি
After days of hot sun,down came the rain,
It watered the garden,and flowed down the drain.
অফিসের চার দেয়ালের মাঝে কৃত্তিম আলোয় ডেস্কটপে কাজ করতে করতে টের পাইনা কি হচ্ছে বাইরে;হঠাৎ খেয়াল করে দেখি একটু আগের রৌদ্রজ্বল আকাশ ঘন কালো মেঘে অন্ধকার,অঝোর ধারায় ঝরছে বৃষ্টি।মন চায় দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকি খোলা আকাশের নিচে,বৃষ্টিতে ভিজব যতক্ষণ ইচ্ছা।
অদৃশ্য কর্পোরেট শিকল মনে করিয়ে দেয় অফিসিয়াল বাধ্যবাধকতা,চোখটা নামিয়ে নেই মনিটরে,আবার ব্যস্ত হয়ে পড়ি এক্সেল শিট নিয়ে।আমার ডেস্ক থেকে দু’পা এগোলেই সামনের গ্লাস ভেদ করে দেখা যায় বিশাল-বিস্তৃত বন,হাতের কাজটা শেষ করে গ্লাস ধরে তাকিয়ে থাকি অঝোর বর্ষণে বাতাসে নড়তে থাকা গাছগুলোর দিকে।
ঠাণ্ডা গ্লাসে গাল ঠেকিয়ে বৃষ্টিতে ভেজার অতৃপ্তি নিয়ে তাকিয়ে থাকি বৃষ্টির বিন্দুগুলোর দিকে,দূরের বন-বনানী হাতছানি দিয়ে ডাকছে আমায়,সিক্ত প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আহবান... আর আমি পা বাড়ালাম আমার ডেস্কে,এখনো যে কিছু মেইল পাঠানো বাকি...
©somewhere in net ltd.