![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি
আমাদের দেশে ব্লগার মানেই সে ধর্মবিরোধী এমন একটা ধারণা গড়ে উঠেছে,আর বেশিরভাগ মানুষ তা বুঝে বা না-বুঝে সেটাই বিশ্বাস করছে!সাধারণ মানুষদের একটা বড় অংশের ধারণা যে ব্লগ লেখা হয় ধর্মের বিরুদ্ধে এবং যারা ব্লগ লেখে তারা নাস্তিক!!তাই,নৃশংস ভাবে একের পর এক ব্লগার হত্যার পরেও ব্লগার-হত্যা ব্যাপারটা কেমনজানি এক ধরণের সামাজিক সমর্থনও পাচ্ছে,যেন এদেরকে এভাবেই কোপানো উচিত।অথচ ব্লগারদের সমন্ধে এ ধরনের ধারনা কতটা হাস্যকর তা আমরা নিজেরাও জানি না।
ব্লগ হল এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।BLOG শব্দটি এসেছে WEBLOG থেকে যা সর্বপ্রথম ব্যবহার করেন মার্কিন নাগরিক জন বার্যার ১৯৯৭ সালে।WEBLOG থেকে হল WE BLOG,তারপরে শুধু BLOG; ব্লগ যারা লিখেন তারাই ব্লগার।ব্লগ এর স্ট্যান্ডার্ড ডেফিনেশন হল - Blog is a personal record that somebody puts on their website giving an account of their activities and opinions and discussing places on the Internet they have visited; তথ্য-প্রযুক্তির এ উৎকর্ষতার যুগে ব্লগাররা বিভিন্ন ওয়েবসাইটে ব্যক্তিগত, সমাজও রাষ্ট্রের বিভিন্ন বিষয়াবলী নিয়ে তাদের নিজস্ব ভাবনা প্রকাশ করে,আর এসব মতের পক্ষে-বিপক্ষে হয় বিভিন্ন মন্তব্য।
তাহলে আসলেই কী ব্লগার মানে নাস্তিক? ডায়েরি লিখলে যদি নাস্তিক না হয়, তবে ব্লগে লিখলে বা ব্লগার হলে তিনি নাস্তিক হবেন কেন? ব্লগের বিরুদ্ধে এমন অপপ্রচার করা হয়েছে যে, ব্লগ লিখলেই নাস্তিক। নাস্তিক আর ব্লগারকে সমার্থক করার অপচেষ্টা করা হচ্ছে।
ব্লগ হচ্ছে বিশেষ ওয়েবসাইট যেখানে শিক্ষিত আর সচেতন মানুষেরা তাদের মুক্তচিন্তা ও মত প্রকাশ করে থাকে।এগিয়ে যাচ্ছে সভ্যতা আর বিশ্ব,ছড়িয়ে পড়ছে ইন্টারনেট আর অনলাইন সেবা,ব্লগিং এর মাধ্যমে মানুষ প্রকাশ করছে নিজেকে আর তার বুদ্ধিদীপ্ত,বিজ্ঞানমনস্ক চিন্তাকে।ব্লগিং সমন্ধে অযথা ভুল ধারণা আর নির্বিচারে ব্লগার হত্যার মানসিকতার অবসান ঘটিয়ে আমাদের সমাজ ব্যবস্থা হোক আরো উন্নততর।
১৮ ই জুন, ২০১৫ বিকাল ৫:১০
মহাকালের প্রেতাত্মা বলেছেন: ধর্মের বিরোধিতা অবশ্যই মূর্খতার পরিচয় এবং তা শুধু সামাজিক অশান্তি ডেকে আনে,কিন্তু আজকাল ব্লগার মানেই তাদেরকে একটা নাস্তিক ইমেজ দেওয়ার অপপ্রচেষ্টা চলছে
২| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
স্যার সাকিব ইফতেখার বলেছেন: নাস্তিকতা যার যার ব্যক্তিগত ব্যাপার....কিন্তু অন্য ধর্মকে আক্রমণ করার অধিকার কারো নেই....
১৮ ই জুন, ২০১৫ বিকাল ৫:১২
মহাকালের প্রেতাত্মা বলেছেন: আমিও একমত,তবে কুপিয়ে মারাটা কিন্তু কোন সমাধান না,এতে সমস্যা আরো বাড়ে
৩| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
আব্দুল জাব্বার বলেছেন: সেটাই
৪| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১০:৫১
নীল আকাশ ২০১৪ বলেছেন: আমার দেশ বলে কোন পত্রিকা যদি এদেশে প্রকাশিত না হত, তাহলে নাস্তিকদের জ্বালায় ব্লগে টেকাই দায় হয়ে উঠত।
১৮ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৪
মহাকালের প্রেতাত্মা বলেছেন: আপনি কি বুঝাতে চাচ্ছেন ঠিক বুঝলাম না ব্রাদার
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
আব্দুল জাব্বার বলেছেন: ব্লগার মানেই নাস্তিক নয় কিন্তু ধর্মের বিরোধিতা করাকে কি বলবেন ???