নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী ভবঘুরে

মহাকালের প্রেতাত্মা

অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি

মহাকালের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

শুনতে কি পাও বাঘের হুংকার

২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২১

একটা সময় ছিল জানতাম যে বাংলাদেশ হয়তো ভাল করবে না,হয়তো বা হারবে।তবুও,শত আশা নিয়ে দিনের পর দিন বাংলাদেশের খেলা দেখে যেতাম।শৈশবে এমন কোন ক্রিকেট ম্যাচ নেই যে দেখতাম না,এমনকি স্কুলটাইমেও আমাদের নওগাঁ জিলা স্কুলে ধাক্কাধাক্কি করে স্যারদের রক্তচক্ষু উপেক্ষা করে অত্যন্ত কষ্ট করে ভিড়ের মধ্যে দুরূহ অ্যাঙ্গেলে টিভিতে খেলা দেখতাম।এখন ব্যস্ততার কারনে ওভাবে আর সব খেলা দেখতে পারি না,তবে বাংলাদেশের খেলা মিস দেইনা নরম্যালি।
এখনকার নতুন প্রজন্মকে হয়তো খেলা শেষে স্বপ্নভঙ্গের জ্বালায় পুড়তে হয় না,এখন টাইগাররা অনেক পরিণত।জানে কিভাবে ধুরন্ধর অহংকারী বিগ ব্রাদার প্রতিবেশীকে জবাব দিতে হয়।চলতি ইন্ডিয়া-বাংলাদেশ সিরিজের ১ম ম্যাচে দেখেছি বিশ্বকাপের সেই ম্যাচের প্রতিশোধ কিভাবে নিয়েছে কড়ায়-গন্ডায়।
এবার আর আম্পায়ার-রেফারী নিজেদের পক্ষে ছিল না,তাই ধোনী বাহিনী চেয়েছে মুস্তাফিজদের মত নতুন কুঁড়িদের ধাক্কা দিয়ে ছিটকে ফেলে যেভাবেই হোক ম্যাচ বাচাতে,ভেবেছে প্রতিপক্ষ তো বাংলাদেশ,এমন কি আর সমস্যা!
কিন্তু এমন টিম স্পিরিট মনে হয় বিশ্ববাসী দূরের কথা নিজ দেশবাসীও আশা করেনি।দাঁড়াতেই দেই নি ভারতকে,একদম গুঁড়িয়ে দিয়েছে পিচের মাটির সাথে।
আমাদের শৈশবে আমরা যেমন আশাহত হয়েছি,চাই না ভবিষ্যৎ প্রজন্ম তেমন আশাহত হোক।এগিয়ে যাক টিম টাইগার সব বাঁধা পেড়িয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.