নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী ভবঘুরে

মহাকালের প্রেতাত্মা

অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি

মহাকালের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

রেস্ট ইন পিস স্যার

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫১

চলে গেলেন উপমহাদেশের অন্যতম প্রখ্যাত বিজ্ঞানী,সমাজসেবক,শিক্ষানুরাগী,ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম।অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটি তামিলনাড়ুর সাগরপাড়ের অত্যন্ত দরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন নিজ প্রচেষ্টায়।সারাটা জীবন ব্যয় করেছেন বিজ্ঞান-সাধনা ও সমাজ সেবায়,এমনকি মৃত্যুকালেও লেকচার দিচ্ছিলেন যুবসমাজের প্রতি।ভারতকে জ্ঞানবিজ্ঞানে আজকের এ অবস্থানে নিয়ে গেছেন উনিই মূলত একেক প্রচেষ্টায়।মহাকাশ ও পারমানবিক বিজ্ঞানে উপমহাদেশের পথিকৃৎ বলা হয় তাকে,ভারতের রকেট উৎক্ষেপণ সম্ভব হয়েছে অসামান্য প্রতিভাধর এ মানুষটির কারনে।তার সংসার করার সময় হয়ে ওঠেনি,জীবনে বিয়েই করেননি।
নিজের দেশকে পাগলের মত ভালবাসতেন,একজন ব্যক্তি হিসেবে তিনি ভারতকে যা দিয়েছেন তা তুলনাবিহীন,বিনিময়ে পেয়েছেন কোটি মানুষের ভালবাসা।ছিলেন ভারতের রাষ্ট্রপতিসহ আরো অনেক গুরুত্বপূর্ণ পদে,পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার।তার লেখা বই ও লেকচার মানুষকে দিয়েছে অনুপ্রেরনা,যুবসমাজকে দেখিয়েছেন আলো।
সারাটা জীবন অত্যন্ত সাদামাটা জীবন-যাপন করেছেন,রাষ্ট্রপতি ভবনে ঢুকেছিলেন ১টি ভাঙ্গা স্যুটকেস নিয়ে,বের হয়েছেন ঐ ১টি ভাঙ্গা স্যুটকেস নিয়েই।কোন মানুষ বিতর্কের ঊর্ধ্বে নয়,তাকে নিয়েও কিছু বিতর্ক আছে তার কিছু সিদ্ধান্ত নিয়ে।বিশেষকরে,ভারত-বাংলাদেশ আন্তঃনদী মহাপরিকল্পনা তার মস্তিস্কপ্রসূত দাবি করা হয় যার ফলে পানি বঞ্চিত হয়েছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল।তবে,সবাই তার দেশকে বড় করে দেখবে সেটাই স্বাভাবিক,এজন্য কোন গুনী মানুষের কদর কমে না বা তার প্রতি বিদ্বেষ ভাব দেখানো উচিত না।যাইহোক,স্যার যেখানে থাকবেন,ভালো থাকবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৭

অবিবাহিত জাহিদ বলেছেন: Manus batch a tar kormea

২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪১

জুলহাস খান বলেছেন: সে তার দেশ কে বড় করে দেখেছে বলে সে বাংলাদেশের ক্ষতি করেছে। আর আমি আমার দেশকে বড় করে দেখি বলে তাকে ঘৃনা করি।

(এটা আমার ব্যক্তিগত ব্যাপার)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.