নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী ভবঘুরে

মহাকালের প্রেতাত্মা

অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি

মহাকালের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

সুপ্রাচীন সভ্যতা সিরিয়ার পতন ও সৌদি আরবের ভণ্ডামি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির মারপ্যাঁচে অশান্ত আরব বিশ্বে সর্বশেষ সংযোজন সিরিয়া।অসাধারন এক ইতিহাস আর ঐতিহ্যের অধিকারী সিরিয়া আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।তথাকথিত “আরব বসন্ত” কিছু ক্ষেত্রে ভাল ফল বয়ে আনলেও অনেক জায়গায় ব্যর্থ,বিশেষত মিশর ও সিরিয়ার মত স্থানে যেখানে কিনা যোগ্য উত্তরসূরির অভাব।কিন্তু পশ্চিমা বিশ্ব আর পেট্রো ডলারের মালিক কাতার,সৌদি আরবের ইন্ধনে আইসিস ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে,নিশ্চিহ্ন করে দিচ্ছে সিরিয়ার মত এক সুপ্রাচীন সভ্যতাকে।লাখ লাখ মানুষ ঘরহারা হয়ে পাড়ি জমাচ্ছে ইউরোপে আর যাত্রাপথে অনেকেই ডুবে মরছে ভূমধ্যসাগরে।আর,এসব দৃশ্য পাশে বসে চুপচাপ দেখছে অশিক্ষিত ক্ষমতালোভী ভোগবিলাসী তেল কারবারী আরব-বেদুঈন নেতা ও শেখরা।সাহায্য তো দূরের কথা কিভাবে অল্পবয়েসী সিরিয়ান মেয়েদের নিজেদের হেরেমে নিয়ে আসা যায় তাই নিয়ে ব্যস্ত এসব শেখরা।
এককালে মরুভূমিতে বাসকারী এসব অশিক্ষিত বর্বর সংস্কৃতি-সভ্যতাহীন আরব-বেদুঈনদের হঠাত তেলের জোরে পেট্রোডলারের মালিক হওয়ার পর থেকে ইরানের উত্থান ঠেকাতে আমেরিকান/ইসরায়েলী প্রভুদের কথামত নানা হঠকারী সিদ্ধান্ত নিয়ে অস্থিতিশীল করে রেখেছে আরব এবং মুসলিম অঞ্চলকে।আর,ফলাফল আয়লান কুর্দির মত হাজারো ফুল ঝরে পড়ছে অকালেই।
সময় এসেছে সৌদি আরব সহ সীমাহীন পেট্রোডলারের মালিক অন্যান্য পার্শ্ববর্তী কাতার,কুয়েত,আরব আমিরাত,বাহরাইন –এর ভন্ডামীর মুখোশ খুলে দেওয়ার।

মন্তব্য ১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

অ্যান্থোসেরোস বলেছেন: তেল ফুরোবার আগে ওসব থামবে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.