নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে তো দেখি ভালোই লাগে.......

আমি পৃথিবী রচে যায়

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

আমি পৃথিবী রচে যায় › বিস্তারিত পোস্টঃ

:(( আমি কাঁদছি.....উু উু উু উু উু......

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১১

আজ আমার মনটা কিন্ছিত খারাপ।খারাপ হওয়ার কারণটাও আপনাদের বলি। আজ আমার ইমিডিয়েট বস অফিসে জয়েন করেছেন। দীর্ঘ ১ মাসের ট্রেইনিং প্রোগ্রাম শেষ করে উনি আজ অফিসে এসেছেন। দীর্ঘ দিন পর কেউ আসলে মানুষ খুশিই হয়। কিন্তু আমি অখুশি। আপনারাই বলেন সুখে থাকলে বুঝি কাউকে ভুতে কিলায় ! তাহলে অখুশি হবো নাই বা কেন? এতো দিন তো আমি মহাসুখে ছিলাম। অফিসে আসতাম ৯ টায় এবং কাজকর্ম থাকলে তা করতাম না থাকলে বসে বসে ব্লগ পড়তাম আর ৫ টা বাজলেই অফিস কে টাটা বাই বাই বলে বাসায় চলে যেতাম। কাউকে কোন রিপোর্ট করতে হতো না। ও হা কম্পিউটার হচ্ছে অফিসের নতুন ডিপার্টমেন্ট। আমরা দুজন ছাড়া আর কোন কর্মকর্তা নেই। হেভ্ভি মাস্তিতে ছিলাম এতো দিন আমি:D



কিন্তু আজ আমার মাস্ত অফিস লাইফ এর ইতি ঘটল/:)। আজ থেকে আবার আমার উপর দিয়ে স্টীম রোলার চলাচল শুরু করবে। আবার সকাল বেলায় এসে রিপোর্ট করতে হবে স্যার আমি আসছি।কোনো দিন একটু-আধটু দেরি হলে কারণ দর্শাতে হবে দেরি কেন হল। আর যাওয়ার সময় পিছে পিছে ঘুরতে হবে স্যার আমি যাই। উনি বলবে যাবেন? আর একটু দাঁড়ান, এই কাজ টা একটু করে দেন। আমি মুখটা প্যাঁচার মতো করে কাজ টা করে দিব। তারপরও যদি যাওয়ার পারমিশন পাই......



ভাই কান্নার বুঝি কোন ইমোটিকন নেই? ও হা পেয়েছি..:((....আমি কাঁদছি.....উু উু উু উু উু......

মন্তব্য ১৩ টি রেটিং +১/-১

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১৬

সিটিজি৪বিডি বলেছেন: ন কাইনদুন. হাহাহাহা ., আমি ও চট্টগ্রামের ব্লগার এখন দুবাই থেকে.......................... ভাল থাকবেন।

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ভাই কোথায় আমার কান্না থামাবেন তাই না উল্টা আমাকে আরো কাঁদিয়ে দিচ্ছেন........

২| ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৩

নিলাচল বলেছেন: বস হতে মন্চায়।

৩| ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৯

কষ্টের নদী বলেছেন: অ নহাইন্দুন....

এই জন্যই তো আমাদের দেশের আজ এই অবস্থা। কাজে ফাকি দেওয়া। কাজ দিলে মন খারাপ করা। সরকারি অফিস গুলা এ কিছু মানুষ আড্ডাবাজি আর মাস্তিতে ব্যস্ত থাকথে পছন্দ করে, তাই বলে সবাই নাহ।

কাজ থাকলে তো করতেই হবে...কাজ ঠিক মত না করলে যাবার কালে কাজ ত করতেই বলবে। :) এটা স্বভাবিক। জব যখন করছেন কাজের প্রসার থাকবে, এটা ই নরমাল

বাহ সারাদিন কোন কাজ নাই, ব্লগিং আড্ডবাজি তাতেই খুশি !!! monthly salary টা একটু হালাল করে নেন।

১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: আপনাকে কে বলল আমি হালাল করে নিচ্ছি না? আমার কাজে আমি কখনও ফাঁকি দেইনি। এই কথা আমি মাথা উচু করে বলতে পারব। কিন্তু কাজ যদি দিতে না পারে তাহলে আমার দোষ টা কোথায় একটু বলবেন ভাই? সারাদিন কাজ নেই যাওয়ার সময় কথা নাই বার্তা নাই একটা কাজ ধরাই দিলেই হবে। তাহলে অফিস টাইমের কি দরকার ছিলো।
আর আপনি বোধ হয় আমার পোষ্ট এর থিম এ বুঝেন নাই। আমার পোষ্ট টা পুরাটাই একটা ফান পোষ্ট। প্লিজ ভাই ফান কে ফান হিসাবেই নিবেন সিরিয়াস হয়ে যাবেন না।
আর একটা কথা এটাও ভাববেন না যে পৃথিবীতে একমাত্র আপনিই সাধু আর সবাই অসাধু...............হাহাহাহাহা আমার সাধু ভাই

৪| ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৩

কষ্টের নদী বলেছেন: আমি তো কই নাই আমি সাধু :)

যাবার সময় কাজ ধরালে করবেন নাহ, আমি যেমন করি( আমি ও আপনার মত সরকারি জব করি, তবে হালফ)।বলে দিলে ই হয় ...কাজ যা দিবার আগে দিতে ...
কিন্তু অফিস এর আসা যাওয়া এ রিপো্র্ট করা এটা নরমাল..
আমি ও ফান করছি বুজান

২১ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৮

আমি পৃথিবী রচে যায় বলেছেন: আপনি এমন ভাবে বলছেন যেন আপনিই আমার বস। আপনি অফিস এর আসা যাওয়া এ রিপো্র্ট করায় খুব এক্সপার্ট বুঝা যাচ্ছে।

৫| ২৬ শে জুন, ২০০৯ রাত ৮:২৮

কষ্টের নদী বলেছেন: আমি আপনার বস হইতে যামু কোন দু:খে?
বুজছি আপনি খেইপা গেসেন....আসল কথা বললে মানুষ খেপে যায় :D

২৬ শে জুন, ২০০৯ রাত ৮:৫৭

আমি পৃথিবী রচে যায় বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: খেপে গেলাম কে বলল আপনাকে? আসল নকলের মাপকাঠি বুঝি আপনার কাছে? ভালোই হল এখন থেকে আপনার কাছ থেকে কোনটা আসল কথা কোনটা নকল কথা জেনে নেওয়া যাবে :)

৬| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০৩

কষ্টের নদী বলেছেন: ভালই তো খেপছেন দেহি!!!

আপনারে আসল নকল শিখাইতে যামু কেন? আপনি আসল-নকলের মাপকাঠি বুঝেন বলেইত খেপছেন :)

আসল টা ঠিক মতই বুঝছেন, তাই ম্যাডাম খাপলেন বুঝি?

না বুঝলে তো খেপতেন নাহ ;)

এই কমেন্ট দেইখা আর একবার খেপেন দেহি!!! মানুষের খাপনি দেখতে বড় মজা লাগে গো আফা...

০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ক্যান মানুষ বুঝি খালি আপনারেই খেপায় আপনি মানুষ কে খেপানোর চান্স পান না? তাই অন্য কে খেপানোর এতো চেষ্টা। আপনার অপুর্ণ আশা অপুর্ণই থাকবে। খুশিতে নাচিয়েন না। বৃথা পরিশ্রম হবে।

৭| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০৪

কষ্টের নদী বলেছেন: সরি ম্যডাম
খাপনি -> খেপানি

৮| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:১৭

কষ্টের নদী বলেছেন: আপনার অন্য লিনক গুলা ঢুঁ মেরে আসেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.