![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
কেন সে এত কাছে আসে?
ঠোঁটের কাছে রাখে ঠোঁট,
শিকলে আটকানো শরীরে কেন সে উতলা শরীর ঘষে?
গুমোট বাতাসে তার বেহুলা শরীর
শুধু খাবি খায়,
এই নিয়নের আলোর বদ্ধ জ্যোৎস্নায়
মনের পশু শুধু হাতড়ায়,
আকুবাকু করে শরীরের শিরা
শিকলে আটকানো হাত ফিরে আসে ফের
বেহুদা নিস্ফল রাতে।
উদাসী সময় কেড়ে নিয়ে ঠায়
রাতের নির্জনতায়
চাঁদের পড়শি হয়ে দাঁড়ায় ল্যাম্পপোস্ট।
ঘরের ভিতরে নিয়নের আলোয়
ক্ষণিক হলেও ভুলে যাওয়া বোধ,
মানুষের মধ্যে কতটুকু মানুষ বা কতটুকু পশু
শরীর বোঝেনা কিছু;
এই নির্ঘুম রাতে সমতা এনেছে সবার
সুপ্রাচীন অথচ ইতিহাস নয়
'বিনিময়'- আকাঙ্খিত এক অবাক মাধ্যম।
২২শে জুলাই ২০১৬
যুক্তরাজ্য।
২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ! আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা !
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০২
কল্পলেখা বলেছেন: রাতের অন্ধকারে সবাই সমা্ন। কেউ বড় নয়, কেউ ছোট নয়। পৃথিবীর সব মানুষ রাতের বেলা কালো আকাশের নিচে নিজেদের সুখ দুঃখ সব ঢেলে দেয়। এভাবেই হারিয়ে যায় উঁচু নিচুর ভেদাভেদ এই রাতের গভীরে। ভালো লেগেছে আপনার কবিতা। ধন্যবাদ।