![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আচ্ছা বলুনতো বাংলাদেশ-ভারত সীমান্তে কোন কারণ ছাড়া বা ধরুন যে কোন কারণেই হোক আপনি কি কখনো শুনেছেন বাংলাদেশের কোন সীমান্তরক্ষী ভারতের কাউকে কোন দিন হত্যা করেছে? আমি শুনিনি।
কিন্তু কিছুদিন পরপরই শুনছি, পত্রিকার পাতায় দেখছি ভারতের বালছিড়া জওয়ানরা (যারা শুনতে পেলাম ১৮ জন ভারতীয় সৈন্য হতার প্রতিশোধ নিতে গিয়ে ২ জন পাকি সৈন্য হত্যা করে উল্লাস করছে) আমাদের সীমান্তের কাছে (কিছু ব্যাতিক্রম ব্যতীত) গরীব অভাবী মানুষদের মেরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে।
আমাদের নখ-দন্তহীন বর্ডার গাডদের আমাদের মানুষদের রক্ষার জন্য দুই ডজন ছররার গুলিও ছুড়তে দেখিনা, আমাদের ভোদাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়কে এ ব্যাপারে কোন ভূমিকা গ্রহন করতে দেখিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে দহরম-মহরম খাতির থাকার পরেও এই হত্যাযজ্ঞ বন্ধ্যের জন্য কখনো তাকে কোন ফলপ্রসূ আন্তরিক উদ্যোগতো দূরের কথা একটু অনুরোধ করতেও দেখিনা।
ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু উপেক্ষা করবেন না মাননীয় প্রধানমন্ত্রী! এরশাদ, খালেদা ও আপনি যখনি ক্ষমতায় ছিলেন বা আছেন সীমান্তের মানুষের জীবনের যে কানাকড়ি মূল্যও আছে তা বিবেচনা করেননি। আপনাদের মনে রাখা প্রয়োজন ফালানীর মৃত্যুতে তার মা বা ভাইয়ের অশ্রু আপনার ভাই রাসেল বা খালেদার স্বামী জিয়ার মৃত্যুতে আপনার বা খালেদার অশ্রুর চেয়ে তাদের কাছে কোন অংশেই কম মূল্যবান নয়।
"আবার বাংলার বুঝি পড়ে যায় মনে,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়
ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায়।
----------------------------------------------
--------------------------------------------
আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়
দিবে ডাক,”জাগো, বাহে, কোনঠে সবায়?।"
প্রিয় বন্ধুরা সব শাসকদের চরিত্র প্রায় মুদ্রার এপিঠ-ওপিঠ। ভূখা-নাঙ্গা আর শ্রেণীহীন মানুষের সংগ্রাম ব্যতীত এই পুঁজিবাদী সমাজের সাম্যতা আনা সম্ভব নয়। আমরা ভুলে যাই ৯৫ জন মানুষের উচ্চকিত ১৯০ টি মুষ্টিবদ্ধ হাতের কাছে ৫ জন শোষকের ১০টি ভীরুহাত নেহায়েতই কিছু সংখ্যামাত্র।
বিপ্লব চিরজীবী হোক।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: