![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আজ কোন কবিতা বা ছড়া বা কোন প্রবন্ধ বা রম্য রচনাওনা! বিষয় ভ্রমরের ডানাকে নিয়ে।
আমি মূলত কবিতা পাগল মানুষ। বলা যায় শখের বসে এক আধটু লিখিও বটে! কবিতায় প্রেম থাকে, বিরহ থাকে, নশ্বর জীবনের অপ্রাপ্তির কথা থাকে। থাকে সমাজ, দর্শন ও রাজনীতির কথা।
রুদ্রের কবিতায় প্রেম ছিল, দেশ ছিল, সমাজ পরিবর্তনের কথা ছিল। তছলিমা নাছরিনের কবিতায় রুদ্রের বহুগামীতার কথা ছিল। তছলিমা নাছরিনের নিজের লেখায়ও বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ছিল। আছে।
রবি ঠাকুরও এসবের উর্দ্ধে কেউ ছিলেন না। নজরুল, রবি ঠাকুর তাদের কবিতা থেকে শুরু করে ব্যাক্তি জীবন এসবের ব্যতিক্রম কিছু নয়।
মানুষের লেখায় কখনো কখনো ফ্যান্টাসি প্রাধান্য পায়। কখনো কখনো নিজের ব্যাক্তি জীবন উঠে আসে; আসে খেদ, বেদনা, হিংসা, জিঘাংসা ইত্যাদি।
আমি সৌভাগ্যবশত হোক আর দূর্ভাগ্যের কারণেই হোক দেশের বাইরে থাকি। মাঝে কিছুটা সময়ে দেশেও ছিলাম। আমি বিদেশে থাকি এটা কি আমার অপরাধ?
প্রিয় পাঠক একজন ভ্রমরের ডানা যিনি নিজের পরিচয় লুকিয়ে ছদ্মনামে লিখেন তিনি আমার এক কবিতায় এসে বাজেভাবে রিয়্যাক্ট করে বসলেন। বললেন আমি লন্ডনের ব্যাভিচার বাংলাদেশে আমদানী করছি।
জনাব ভ্রমরের ডানা ইয়ান হান্টলি একজন স্কুল কেয়ার টেকার যে ৭ বছরের এক স্কুল ছাত্রীকে রেপ করে মেরে ফেলেছিল সে ঘটনাটা কি আপনার মনে আছে? ইংল্যান্ডে সেই ২০০৩/৪ ঘটনা এখনো মানুষকে হতবিহবল করে দেয়। আর বাংলাদেশে ২/৩ মাসের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে এইজন্য মানুষের হৃদয়ে এসব আর দাগ কাটেনা। আপনি প্রতিদিন বাসে বা মার্কেটে ভীরের মধ্যে অনেক মেয়ের স্লিলতাহানী করেন- ব্যাপারগুলো প্রতিদিনের ঘটনা এইজন্য আপনার মনেই এইগুলি রেখাপাত করেনা।
জনাব ভ্রমরের ডানা আপনার খালেদার আগুনে পোড়ানো আন্দোলনের কথা মনে আছে। কমপক্ষে দেশের ৩০% ভাগ মানুষ সেই জ্বালাও পোড়াও আন্দোলনের সাথে জড়িত ছিল। মানুষ পোড়ানীর সেই উৎসবকে আপনি কি বলবেন?
জনাব ভ্রমরের ডানা আপনাকে কিছু কথা বলি আপনি রবি গুরুর শিষ্য সেটা ভাল করেই বুঝতে পারছি। "দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু।" এটাকে গুরু বাক্য মনে করে আপনি ঘরের বাইরে শুধু দুই পায়ের বেশী আর ৩ পা যাননি। গেলে পাশ্চাত্য সংস্কৃতির অনেক দিকই আপনার ভাল লাগতো। এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ে একটা অন্যতম সামাজিক প্রতিষ্ঠান সন্দেহ নেই। কিন্তু কাগজে একটা সই আর কলমা পড়ে বিয়ে করাটাই কি সব? বাংলাদেশে কি পরিমাণ বিবাহ বহির্ভূত সম্পর্কে মানুষ জড়িত আপনি জানেন? আপনার স্ত্রী কন্যা, পুত্রওযে এই ভাইরাস থেকে মুক্ত সে কথা কি আপনি হলফ করে বলতে পারবেন? আর এ সংক্রান্ত বিষয় নিয়ে খুনের ঘটনাওতো পত্র-পত্রিকায় কম দেখিনা।
শুনুন জনাব ডানা এখানে মানুষ একজনের সাথে সম্পর্ক থাকলে আরেকজনের সাথে সম্পর্কে জড়ায় না। বিয়ে ছাড়া সেক্সের কথা বলবেন? বলতেই পারেন জন্মের পর থেকেই তা দেখা ছাড়া আপনার উপায়ও নেই। বিশ্বাসের গভীরতা থাকলে কাগজে সইয়ের ব্যাপারটা অতটা গুরুত্বপুর্ণ নয় এই ব্যাপারটা আপনার ভাল করে বোঝা দরকার। আমি এদেশে অনেককেই চিনি যারা তাদের নাতি পুতি নিয়ে বেশ ভালই আছে অথচ বিয়ে করেনি। এখানে একটা নির্দিষ্ট সময় কোন দম্পতি একসাথে থাকলেই আইন তাদের স্বামী-স্ত্রীর মর্যাদা দেয়। মোট কথা হল বিয়ে না করেও সম্পর্কটা বিয়ের চেয়েও মজবুত। ভালভাবে খোঁজ নিন দেখুন আপনার বিয়ে করা বউ আবার অফিসের বড় কর্তার রূমে যেন ওভার টাইম করে যেন সংসারের খরচ না চালায়।
ভাল থাকুন সকলেই।
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
মোহাম্মদ বাসার বলেছেন: ভাল লেখার সার্টিফিকেট আপনাকে দেয়ার দায়িত্ব দিয়েছে কে ভ্রমরের ডানা? আমরা কি দুইশ বছর আগের বাংলা সাহিত্যে আছি আপনি মানুষের নাম বাদ দিয়ে পোকা মাকড়ের নাম ব্যবহার শুরু করেছেন?
ফাইজলামি বাদ দিয়ে মুখোশ খুলুন মিয়াঁ। অবশ্য মাইয়া হইলে অন্য কথা। যা আছেন তাই থাকুন।
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
No matter what ever it is, who the political, social structure is going, no matter how we are doing, how we are struggling, I just solely believe that we are improving.
Had you ever been to Bretain Got Telent . As you pretending like a sole follower of that culture. Did you ever try to feel the beat of patriotism vibrating every corner of that auditorium .Must you never been there so speaking such ruthless sentences about your motherland. Such a shame reflecting your own culture which is actually zero culture, spineless reptiles culture. Now, keep it. You batter keep it.
Good luck.
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
মোহাম্মদ বাসার বলেছেন: ছাগল ! না পোকামাকড় বুঝতে পারতাছিন।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩
মোহাম্মদ বাসার বলেছেন: তোরতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছিস তাই থাক!
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
বিয়ে ছাড়া সেক্সের কথা বলবেন? বলতেই পারেন জন্মের পর থেকেই তা দেখা ছাড়া আপনার উপায়ও নেই। বিশ্বাসের গভীরতা থাকলে কাগজে সইয়ের ব্যাপারটা অতটা গুরুত্বপুর্ণ নয় এই ব্যাপারটা আপনার ভাল করে বোঝা দরকার। এই চেতনা কার মাঝে ছড়িয়ে দিতে চান।
এটা বাংলাদেশ। এখানের পারিবারিক বন্ধন এভাবেই অটুট আছে। কাগজ কলম হল নিরাপত্তা। আপনার উদার দিলের কথা বুঝেছি। কিন্তু বাস্তবতা এদেশে ভিন্ন। সংস্কৃতি ভিন্ন। মুস্লিম পারিবারিক আইন-১৯৬১, মুসলিম বিবাহ ও তালাক আইন- ১৯৭৪, নারী নির্যাতন আইন-১৯৮৩,বাল্য বিবাহ আইন-১৯২৯, মুস্লিম বিবাহ ভঙ্গ আইন-১৯৩৯, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ করে এখানে নারীদের সুরক্ষা দেওয়া হয়েছে। সামাজিক কুসংস্কার, নারীর নিরাপত্তা, নারী নির্যাতন দমন, বৈষম্যহীন সমাজ, শিক্ষায় আলোকিত নারী সমাজ গঠনের জন্য দেশে কাজের জোয়ার চলছে। মেয়েরা এখন মাধ্যমিকে ৫১ ভাগ আর উচ্চমাধ্যমিকে ৫৩ ভাগ অংশ নিচ্ছে। দেশে নারীরা বেড়িয়ে শহরে শহরে বাংলাদেশ গড়ছে বাংলাদেশের আদলে, লন্ডন আমাদের আইডল নয়। বিদেশি সংস্কৃতি শোনা, পড়া, বোঝা একজিনিস আর নিজের সংস্কৃতি ভুলে অন্য সংস্কৃতি চর্চা সে অন্য জিনিস। আপনি ভুল পথেই আছেন দেখে খুব কষ্ট লাগল। হাজার হোক আপনি এদেশের ছেলে। সত্যি, এমন অবাধ বাধ ভাঙা জোয়ারে ব্রিটিশ কয়টি পরিবার আছে যারা একসাথে সাড়া জীবন কাটিয়ে দেয়। পরিসংখ্যান তুলনা করলেই বুঝবেন।
আশা করি আপনি স্বদেশ সংস্কৃতি বুঝবেন।
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩
মোহাম্মদ বাসার বলেছেন: আবাল না পোকা বুঝতে পারতাছিনা। তবে বিচি কলাও হতে পারে।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
ভ্রমরের ডানা বলেছেন: এই কবিতায় আপনার মন্তব্য ঘরে ভাললাগা জানিয়েছিলাম। জবাবটাও দেন নি।
যেটা ভাল সেটাকে ভালই বলি, যেটা খারাপ সেটা খারাপ। এটাই ব্লগীয় মিথস্ক্রিয়া।
আপনার আগের কবিতায় যৌনতা নিয়ে যে কবিতাটি লেখেছেন তা বরই বিব্রতভাব এনেছে। প্রেমকে এভাবে উপস্থাপিত হতে দেখা যে কোন প্রেমিকের জন্য বড্ড পীড়াদায়ক।
আপনার কমেন্টের জবাবও যথেষ্ট রুক্ষ ছিল। আমি জবাব দিতে পারতাম কিন্তু দেইনি। আপনি সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়। ভাল থাকুন। আপনার কাছ থেকে ভাল কবিতা আশা করছি।
দেশকে ভালবাসুন যে কোন পরিস্থিতিতে। মনে শান্তিজল সমুদ্রপ্রেম বইয়ে দেবে। শুভকামনা!
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
মোহাম্মদ বাসার বলেছেন: পোকা!
৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০১
ভ্রমরের ডানা বলেছেন: ভালভাবে খোঁজ নিন দেখুন আপনার বিয়ে করা বউ আবার অফিসের বড় কর্তার রূমে যেন ওভার টাইম করে যেন সংসারের খরচ না চালায়।
এটা একটু বেশিই বুঝে বলে ফেলেছেন।
প্রথমত, এদেশে কেউ এমন করলে (সরকারী) চারুরীচুত্য হয়, বেসরকারি হলে নারী নির্যাতন আইনে তার কমপক্ষে ৫-৬ বছর, যাবৎজীবন কারাদণ্ড, এমন কি ফাঁসিতে ঝুলিয়ে ওপারে পোঁছে দেবার বন্দোবস্ত করা আছে। তাই সবাই বড়ই সজাগ।
দ্বিতীয়ত, এদেশের নারী পুরুষ উভয় রক্ষণশীল। ব্যভিচারকে মানুষ ঘৃনার চোখেই দেখে। আর তাই ওপথে যারা যায় তাদের জন্য তালাকনামা আর একাকী জীবনপথ। সে পথের পথিক কে হতে চায়।
তাই বলে বলছি না যে, সবাই ধুয়া তুলসী পাতা। কিছু আছে। যারা অভ্যস্ত এ জীবনে। কিন্তু তারা কতটুকু নীড় হারা সেটা প্রতিটি মূহুর্তে বোঝা যায়।
আপনি বিদেশে আছেন। জানি না ও দেশের বসরা কেমন। বঊ আছে কিনা তাও জানি নে। তবে যদি বউ থাকে বা বিয়ে করেন নিশ্চয় এদিকে সুনজর দিবেন। ওদেশে এসব বেশি চলে কিনা তাই বললাম আরকি!
আপনি কবিতা লেখুন। মন খোলে। কোন চিন্তা করবেন না। আপনার কাছের কেউ ওখানে নিশ্চয় এই কবিতা পড়ে আনন্দিত হবে। তবে বাংগালী হলে (মনেপ্রাণে) চিন্তার বিষয়। আর আপনার স্বজাতীয় হলে তো আসর জমে উঠবেই। আর তখন কিন্তু এই বস বিষয়ক প্রসঙ্গ তুলে আনবেন না। কষ্ট লাগলে লাগতেও পারে। হাজার হোক এদেশের ছেলে। আর না পেলে বুঝবেন আপনি একজন গর্বিত ব্রিটিশ প্রবাসী।
আবারো শুভকামনা!
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: মাকড়!!
৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
সাহসী সন্তান বলেছেন: যে পোস্টটা নিয়ে সমস্যা হইছে সেইটা দেখে আসলাম এবং বলা চলে একটু অবাকই হলাম! সমালোচনা সহ্য করার মত মন মানসিকতা না থাকলে ব্লগে আসেন কেন? তাছাড়া এভাবে কাউন্টার পোস্ট না দিয়ে সেই পোস্টেই তো তার ভূলটা ভাঙিয়ে দিতে পারতেন (যদি তার অভিযোগ সঠিক না হয়)?
এক লাইনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি যে মহা-ভারত রচনা করে রেখেছেন একটু কষ্ট হইলেও সেগুলোর সবটা বাধ্য হয়ে গলধঃকরণ করলাম! কিন্তু কথা হল, সে তো আপনার অন্য আর একটা কবিতাকে বেশ ভালই বলল; কিন্তু কই- পোস্টে তো সেটার কোন নাম গন্ধ পাইলাম না?
আপনাদের সমস্যাটা কি জানেন, কবিতা যে আপনারা কেমন লেখেন আপাতত সেইটা বলতে চাচ্ছি না, তবে আপনাদের সমস্যাটা হল- আপনারা মনে করেন কবিতায় যৌনতা না থাকলে বুঝি সেইসব কবিতা পাঠক প্রিয়তা পায় না! অনেকেই আছে, গ্রামাটিক্যাল ব্যাপার না জেনেই কবিতার মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করে যেগুলো পড়তে তো দাঁত ভাঙেই উপরোন্তু বেশির ভাগ অর্থই মাথার উপ্রে দিয়া যায়!
এখন কথা হল, ব্লগিং করতে গেলে একে অপরের মধ্যে ভুল বোঝা-বুঝি হইতেই পারে। তার মানে তো এই না যে আপনি তার নামে কাউন্টার পোস্ট দিয়ে তার চৌদ্দ গুষ্টি উদ্ধার করবেন? আপাতত আর কি বলবো, আপনারে তো আবার খ্রাপ বলা যাবে না, তাই এই পোস্টটাকেও না হয় কইলাম- 'চমৎকার তথ্য সমৃদ্ধ পোস্টটা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!'
৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
নিজের রুচি ও মননের ভাল পরিচয়।
এতই যদি নিজেকে শুদ্ধ ভাবেন, নিজের কবিতার গরীমায় মহিয়ান হয়ে থাকেন, তবে ব্লগে কি করেন? আর কবিতায় কমেন্ট অপশন খোলাই বা রাখেন কেন?
আপনি ব্লগে কমেন্ট অপশন খোলা রাখলে মানুষ কমেন্ট করবেই। ব্লগ সে অপশন দিয়েছে, আপনি নয়। আপনার ব্লগের কমেন্ট মাত্র ১৫৫ সামথিং আর আর আপনি কমেন্ট করছেন সব মিলায়ে ৫০-৫৫ টা। আপনার কলেজ ভাল ছিল না নিশ্চয়। তাই এই হীনমন্যতা।
ঠিক মানানসই। বাংলাদেশী সংস্কৃতিতে যাই কিছু অপসংস্কৃতি রুপে এদেশের মানুষ দেখবে ছুড়ে ফেলে দেবে। চিল্লাইয়া লাভ নাই।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫
মোহাম্মদ বাসার বলেছেন: তোরতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছিস তাই থাক!
৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
বিমল ঘোষের নাম কি ছিল? বাংলা সাহিত্য কয় লাইন লেখলে সাহিত্যিক হওয়া যায় না। মাকড়দের ইতিহাস জেনে নিবেন?
ও হ্যা, পোকা মাকড়ের ঘরবসতি পড়ে নিয়েন। আমরা শুন্য আশংকিত, হতবাক। আমাদের কালচার ভুলে যাওয়া দেশের সন্তান দেখে।
আপনার সুমতি হোক।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬
মোহাম্মদ বাসার বলেছেন: তোরতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছিস তাই থাক!
৯| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
ও হ্যা, শুধু বস না পাড়াপড়শিও আছে।
আপনার যে সাইকোলজি তাতে বঊ চাকুরী করতে পারবে বা পারতেছে কিনা সন্দেহ। উপরে ফুলবাবু, ভেতরে গ্রামের একজন মকবুলকে দেখছি!
ঘোর অন্ধকার!
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
মোহাম্মদ বাসার বলেছেন: আপনারতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছেন তাই থাকুন!
১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
শরতের ছবির কমেন্টে কি ছিল যে ডিলিট দিলেন। হা হা হা। সইছে না। ইসসসসসসসসসসস...
ভেতরের বাংগালি হিংসে জেগে উঠেছে নাকি?
লাগবে না। শরতের ছবি ভাই, সাস ভাই। এ রকম বহুত সাইকপ দেখেছি! কোবতে লেখছে আবার সইতে নারি!
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১২
মোহাম্মদ বাসার বলেছেন: তোরতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছিস তাই থাক!
১১| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
এত জবাব দিচ্ছি কেন জানেন? যাতে এই লেখাটা সবাই পড়ে বোঝে যে আপনি কি? আপনার রূপ আপনি বের করে ফেলেছেন। খুব ভাল লাগল আপনার মত একজন ভীনদেশী মানুষের সাথে কথা বলে।
ফ্যান্টাসিতেই থাকুন!
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৮
মোহাম্মদ বাসার বলেছেন: তোরতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছিস তাই থাক!
১২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ভ্রমেরর ডানা ইগনোর করুন।
পাত্তা দিলেই মাথায় উঠে যায় কেউ কেউ! অনেকে লেখার শেষে যুক্তরাজ্য লিখেই ভাবে -বিশাল কিছু! সব বুঝি ঝাপিয়ে পড়বে। এগুলো হীনমন্যতা।
সাহিত্য রস থাকলে গাছতলার কবিতাও প্রশংসায় ভেসে যায়!
তার কমেন্টগুেলাই তার হীনমন্যতার স্বাক্ষর হয়ে আছে। জাস্ট ইগনোর! যদি কখনো হৃদয়কে মুক্ত করতে শেখে তখন না হয় ভেবে দেখা যাবে।
সাস ভাই সব বলে দিছে। আপাতত এটুকু্ থাক। যদি মিনিমাম ঘিলু থাকে বদলে যাবার কথা। শুভকামনাই করছি।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২
ভ্রমরের ডানা বলেছেন:
কেউ কবিতা না পড়লে, লাইক না দিলে হতাশা লাগে। একটু সমালোচনা করলে আরো লাগে। নিজের কবিতায় কে না এসব চায় বলেন। কিন্তু সমালোচনা কেউ চাইনা।সবাই বলুক, কবিতাট অসাম, সেই রকম হইছে। তসলিমার উত্তলা হাওয়া, ক খ গ ঘ ফেইল। আর তাই তো মাঝে মাঝে রাগে গালাগালি, ক্যাচাল করতে মন চায় আর তখন হিট ব্লগার সাহিত্য ভুলে ক্যাচাল পোষ্ট দিতে বাধ্য হয়। আর তখনি পোষ্টে হাউহাউ প্রেশারকুকার দেখে প্রেশার বেড়ে যায়।
তাই, প্রেশার থাকলে ওষুধ খেতে ভুলিয়েন না। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
প্রেশার কমলে
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
শেষ লেখাটা অর্ধেক প্রিন্ট হইছে। সরি ভাই।
প্রেশার কমলে আইসেন। পোষ্টে হাউ কাউ করবনে। ব্লগের সবাই হাউকাউ পছন্দ করে। আমিও করি। বাংগালি হইলে আপনিও করেন। উপ্রে ইংরাজ হইলে কি হবে ভেত্রে আপনি খাটি বাংগালি। এই পোষ্ট তার প্রমান।
আসেই দুইজনে মিলে আমাদের সহব্লগারদের বিনোদিত করি। আমি কবিতা লেখলে কি হবে, হাউ হাউ খেলা ভালই পছন্দ। কেউ খেলতে চাইলে না করি না ( যদি না ৬ মাসের বেশি ব্লগিং অভিজ্ঞতা থাকে)। আপনার সেই যোগ্যতা আছে।
হুমায়ুন আহমেদ একজন সফল লেখক। তসলিমা নাসরীন ব্যর্থ। সে দেশ ত্যাগ করছে। সেটা ভিন্ন বিষয়। সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হল হুমায়ুন মানুষের পালস বুঝতেন। মানুষকে হাসাতে চাইতেন। সে যত ছোট ছোট কথাই হোক, বা ছোট ঘটনাই হোক। সে বিনোদন দিত। কথায় কথায় গু নিয়ে আসত। তার উপন্যাসে অসংখ্যবার এই বিশ্রী শব্দটি এসেছে। কিন্তু মানুষ তা গ্রহন করেছে। হুমায়ুনকে ভালবেসেছে। আর তাই তার মৃত্যুতে মানুষের ঢল নেমেছিল। অন্যদিকে তসলিমা নিষিদ্ধ। কারন সে প্রেম, নারীবাদ ইত্যাদিকে এমন ভাবে উপস্থাপন করেছিল যে দেশের বেশিরভাগ মানুষ তা গ্রহণ করেনি।
উপস্থাপনা একটা আর্ট। সেটা অর্জন করতে হয়। সেটাকে গ্রহন করতে, সেটাকে লালন করতে লন্ডন কিংবা নিউইয়র্ক পাড়ি দিতে হয়না।
প্রমান, রবীবাবু, মাইকেল।
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
এই যে ফাউফাউ এখানে লেখছি, এটা আপনার কাছে ফাউফাউ। আমার কিন্তু লেখার প্রেক্টিস ভালই হচ্ছে। কথার ফুল ঝুড়ি ঝুড়ি বের হচ্ছে। ব্লগের বাংগালিরা মানুষ উপভোগ করছে। আপনিও আসুন, গল্প করি। দেশে থাকলে আপনাকে চায়ের দাওয়াত দিতাম। আমি অবশ্য আদা চা খাই। আপনি নিশ্চয় ঢাউস কফি খান। অন্য লাল নীলও হতে পারে। হাজার হোক ইংরেজ মানুষ।
একটা গল্প বলি, এক ছিল রাজা। তার সাত ছেলে। একদিন দুপুর বেলা তারা হরিণ শিকার করতে বের হল। যেতে পথের মাঝে একটা ব্রিজ ছিল। নীচে খখরস্রোতা নদী। পড়লেই ভেসে যেতে হবে। ব্রিজের পাশেই একটা নৌকা আছে ওতে একজনের বেশি যাওয়া যায় না। কিন্তু ব্রিজটা পুরোনো আমলের। ছয়জনের বেশি চড়লে ভেঙে যাবে এমন অবস্থা। ওদিকে কেউ খেয়াল করল না।ব্রিজের ওপারে এক অপূর্ব সুন্দরী স্বল্পবসনা নারী দাঁড়িয়ে ছিল। সেদিক দেখে সাত ভাইয়ের মাথা ঘুড়ে গেল। তারা সকলেই নারী রূপে মুগ্ধ হল। সবাই ঝগড়া শুরু করে দিল। এমন সময় এক দরবেশ সেখানে হাজির। দরবেশ দেখে সবাই থামল। দরবেশ বলল বাবারা ঝগড়া থামাও। তোমাদের মধ্যে যে এই ব্রীজ পার হয়ে নারীর কাছে যাইতে পারবে নারী তাহার।
ওয়ান টু থ্রী। যাও বাবারা যাও হেসে দরবেশ দৌড় স্টার্ট করায়ে দিল....
এটা,একটা ধাধা। বলতে হবে স্বল্পবসনা নারী কার হতে চলেছে?
গল্পটা আপনার এই ক্যাচাল পোষ্টে এসেই বানাইলাম। শুধু আপনাকে ভালবেসে। হি হি হি হি হি!
এখন
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২০
মোহাম্মদ বাসার বলেছেন: তোরতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছিস তাই থাক!
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
একটি বাশুলী ও তার খঞ্চিপোষ নামে একটস কবিতার বই বের করব ভাবছি। উৎসর্গে আপনি নাহয় রইলেন। কি অনুমতি দিলেন তো?
প্রেশার বেড়ে গেলে ঘ্যাঙ ঘ্যাঙর ট্যাবলয়েড খেয়ে নিয়েন। চাইনিজ তো নামটা একটু কেমন তবে কাজ করে ভাল। এর আগেও একজন খেয়েছে। এখনো ভোলেনি। আশা করি আপনিও মনে রাখবেন ইংরাজ লর্ড সাব ওরফে হাউস অফ থার্ড ডিভিশন।
এই সুবাদে বং থেকে একখানা স্যালুডের ফুডো না দিলে হয়। মোটেই না। ইংরাজ বাবু বলে কথা...
সাব জি, ইয়েএএএএএএএএএএএএ লোওঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅ
একটি বাশুলী ও তার খঞ্চিপোষ নামে একটস কবিতার বই বের করব ভাবছি। উৎসর্গে আপনি নাহয় রইলেন। কি অনুমতি দিলেন তো?
প্রেশার বেড়ে গেলে ঘ্যাঙ ঘ্যাঙর ট্যাবলয়েড খেয়ে নিয়েন। চাইনিজ তো নামটা একটু কেমন তবে কাজ করে ভাল। এর আগেও একজন খেয়েছে। এখনো ভোলেনি। আশা করি আপনিও মনে রাখবেন ইংরাজ লর্ড সাব ওরফে হাউস অফ থার্ড ডিভিশন।
এই সুবাদে বং থেকে একখানা স্যালুডের ফুডো না দিলে হয়। মোটেই না। ইংরাজ বাবু বলে কথা...
সাব জি, ইয়েএএএএএএএএএএএএ লোওঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅ
মজা এসেছে তো নাকি! লম্বাটে কলে ঠুকেছি গো!
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
আমি মূলত কবিতা পাগল মানুষ। বলা যায় শখের বসে এক আধটু লিখিও বটে! কবিতায় প্রেম থাকে, বিরহ থাকে, নশ্বর জীবনের অপ্রাপ্তির কথা থাকে। থাকে সমাজ, দর্শন ও রাজনীতির কথা।
আহা!!!
স্যালাম কুবি ছাব। এক্কেরে স্যাকিবিয়ান ছেলাম। কুয়োর ব্যাঙ রে মনে রাইখেন কিন্তু......
এত্ত ছ্যালুট কেন দিলাম কুবি জানেন। কারন কবি বলেছেন-
আমি চিরতরে দূরে চলে যাব, তবু
আমারে দেব না ভুলিতে ।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
মোহাম্মদ বাসার বলেছেন: আপনারতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছেন তাই থাকুন!
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
মোহাম্মদ বাসার বলেছেন: তোরে আসলেই আমি মনে রাখতে চাইরে বড় কুটুম মানে সালা। এন্ড অব ডিসেম্বর না হলে এপ্রিলে ইস্টার ভ্যাকেশনে দেশে আসব। সমকালে সহ যে সমস্ত দৈনিকে আমার কবিতা কমবেশী ছাপানো হয়েছে সেই সব পত্রিকার সম্পাদকদের (ফিচার) সাথে দেখা করার ইচ্ছে আছে। তুই আমারে তোর হাউস এড্রেসসহ নাম ঠাম এখানে দে। আল্লাহর কসম তোর সেবার অযত্ন হবে না।
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
ভ্রমরের ডানা বলেছেন:
আরেকটা গান শুনাই কুবি। ওয়েস্টার্ন। আমার প্রিয়। প্রায় গাই। ভাল্লাগে।
You ready?! Let's go!
Yeah, for those of you that want to know what we're all about
It's like this y'all,
This is ten percent luck, twenty percent skill
Fifteen percent concentrated power of will
Five percent pleasure, fifty percent pain
And a hundred percent reason to remember the name!
টাটা বাবু সাব।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫০
মোহাম্মদ বাসার বলেছেন: আপনারতো দেখছি পাগল হয়ে ছাগল হবার দশা। কীটপতঙ্গ আছেন তাই থাকুন!
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
মাথামোটা মগজহীন ও উম্মাদদের চিকিৎসা প্রয়োজন, সাহিত্য কাঠালের পাতা নয়, যে ছাগলের মত তা চিবিয়ে রস করা যায়। লন্ডনে কি পাগলা গারদ নেই নাকি?
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১০
মোহাম্মদ বাসার বলেছেন: ছাগলের বাচ্চা সাহস থাকলে নিজের নাম প্রকাশ কর।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২
মোহাম্মদ বাসার বলেছেন: সালার বলদ সাহিত্যের স জানে না ও আইছে সাহিত্য শিখাইতে।। হাহাহা!!
২০| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: বিনোদন রে মমিন! বিনোদন!
২১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, কাদের সাথে আপনি কি তুলনা করেছেন? পান্তা ভাতে ঘি ঢেলেছেন ।পড়ে মনে হল । ব্লগে কে কাউকে চিনে না, তবুও সবাই সবার সাথে ব্লগিং করে এবং আত্মার আত্মীয়তা অনুভব করে।
আপনি যা তুলে ধরতে চেয়েছেন,তা পড়ে মনে হল এবং অন্য কাছেও মনে হতে পারে
আপনার নৈতিকতার শিক্ষার অভাব আছে? মানুষ কে কথার দ্বারা মুগ্ধও করা যায়, আবার শত্রুও বানাও যায়। আপনার সাথে একজনের মতের মিল নাই হতে পারে।তাই বলে তার বিরুদ্ধে পোষ্ট লিখতে হবে?তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে হবে? অনেক কিছু ইঙ্গিত করলো। এতে করে, আপনার সমন্ধে কি ধারণা জন্মাবে?
আমি মনে করি, বুদ্ধিমানদের সন্মান দেওয়াই বুদ্ধিমানের কাজ।তাতে কিছু শিখা যায়। আর হ্যাঁ, যদি কেউ কোন বিষয়ে অহংকার করে তার পতন সে নিজেই ডেকে নিয়ে আনবে।আমার আপনার হাত নেই, আজ হোক আর কাল হোক। নিজে নিজে সে ধংস হবে।
মানুষ মাত্র ভুল হয় ।যদি ভ্রমরের ডানার কোন ভুল হয় থাকে , তাহলে দুজনে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে পারতেন।তা না করে, তার বিরুদ্ধে পোষ্ট দেওয়ার প্রয়োজন পড়লো ।
যাহোক, হোক রাগ,ক্ষোভ ,অভিমান অন্যর চেয়ে নিজে ক্ষতি বেশি করে ।
২২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৫
আলী আজম গওহর বলেছেন:
'এই যে ফাউফাউ এখানে লেখছি, এটা আপনার কাছে ফাউফাউ। আমার কিন্তু লেখার প্রেক্টিস ভালই হচ্ছে। কথার ফুল ঝুড়ি ঝুড়ি বের হচ্ছে। ব্লগের বাংগালিরা মানুষ উপভোগ করছে।'
ডানা ভাই আপনার লেখা দেখে ভাবছিলাম আপনে একটা খাসা কবি।কথার ফুলঝুরি বেরকরাতেওতো আপনি বেশ দক্ষ!
লোকটাকে একেবারে কাঁদিয়ে ছারবেন নাকি?
২৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
মোস্তফা সোহেল বলেছেন: কি সব তুই তোকারী । ব্যাবহারে বংশের পরিচয়। বিদেশে থেকে দেখছি অনেক কিছু শিখে ফেলেছেন
২৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
শরতের ছবি বলেছেন: আমার চমেন্টে গেল কই ভাই ? এতে কি প্রমান হয় না ,আপনি কি ? ব্লগার হয়েছেন অথচ ব্লগের সামান্যতম নৈতিকতা বজায় রাখলেন না ? ছিছি বলতে বাধ্য হচ্ছি । আপনি কত নিচ মন মানসিকতার লোক তাই বুঝিয়ে গেলেন । এইসব ব্লগ আপনাদের জন্য নয় ।ফেইসবুক চালান গিয়ে ,যান !!!!!!!
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১০
মোহাম্মদ বাসার বলেছেন: সরি আপনার লেখাটা ডিলিট করেছি বলে। আসলে আমি চেয়েছিলাম এই লোকের যে পরিচয় জানাতে ইচ্ছুক নয় তার সাথে মত বিরোধে আপনি সম্পৃক্ত না হন। আচ্ছা আপনাকে একটা বিচারের দায়ভার দিচ্ছি আপনি দেখুনতো আপনি ঐ কবিতায় ব্যাভিচারের যে প্রশ্ন তোলা হয়েছে তা কতটুকু যৌক্তিক?
আমি বাংলাসাহিত্যের অন্যতম সেরা বিতর্কিত বই 'প্রজাপতির' প্রসঙ্গ তুলছি এ প্রসঙ্গে। সমরেশ বসুর ঐ বই অশ্লীলতার অভিযোগে ১২ বছর নিষিদ্ধ ছিল। কিন্তু তারপরে ছাড়পত্র ঠিকই পেয়েছে।
আর তাছাড়া পাঠক বা সেন্সর বোর্ডের কাছে আপত্তিকর হলে আলাদা ব্যাপার। কিন্তু ইনি নিজেই যেখানে কম-বেশী লেখেন তার থেকে এ রকম মন্তব্যের ভাষা অনাকংখিত ছিল। আর হ্যাঁ আপনার সদয় বিবেচনার জন্য বলছি নিজ গুনে হোক আর সৌভাগ্যবশত হোক বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিকে আমার লেখা অল্প বিস্তর হলেও প্রকাশিত হয়। সুতরাং বুঝতেই পারছেন আমি ব্লগ বা ফেসবুক নির্ভর কোন কিছুতে তেমন একটা আস্থাবান যে একথা বলবনা। ভাল থকবেন। ধন্যবাদ।
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
ধ্রুবক আলো বলেছেন: আমি ভ্রমরের ডানা ভাইয়ের যুক্তির সাথে একমত +++
আর লেখক ভাই আপনি আপনার কথা বার্তা ঠিক করুন তুই তুই করে কেন বলছেন ভ্রমরের ডানা হয়তো ছদ্ম নামে লিখে আমিও তো লিখি কিন্তু উনি অনেক গুরুত্বপুর্ন বিষয়ে হেল্প করে থাকেন সব সময়ই। ব্লগে আসলে সমালোচনা হবেই। সাহসী সন্তান ভাইও কিন্তু ভালো বলছে, সমালোচনা যদি মেনে না নিতে পারেন তাহলে ব্লগে আসার দরকার কি!
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৪
মোহাম্মদ বাসার বলেছেন: আপনার সাথে আমি একমত পোষণ করছি। সমালোচনাতো হবেই তবে তা গঠনমূলক ও মার্জিত হওয়া উচিৎ। ইনি লিখেছেন আমি লন্ডনের ব্যাভিচার বাংলাদেশে নিয়ে গেছি? কিভাবে তার ব্যাখ্যা নেই। কবিতা, শিল্প সাহিত্যে ব্যাভিচারের সংজ্ঞা কি? অনেকেই বলে থাকেন মানুষের জীবনের কোণ না কোন বোধ থেকে যে শিল্পের সৃষ্টি তাকে কখনোই ব্যাভিচার বা অশ্লীলতার পর্যায়ে ফেলা যাবেনা।
পৃথিবীর বিখ্যাত অনেক লেখা, অনেক বিখ্যাত শিল্পকর্ম তার প্রমাণ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
লেখক বলেছেন: এদেশে ব্যভিচার নেই। ব্যাভিচার আছে আপনার মনে যে দুই টাকায় বিক্রি হয়। কিছু টাকার জন্য তারেক জিয়াকে বলে সময়ের শ্রেষ্ট রাষ্ট্র নায়ক, খালেদা যে অসংখ্য মানুষ পুড়িয়েছে তাকে বলে দেশ জননী! সজীব ওয়াজেদ জয়কে বলে দেশ কান্ডারী। আর পত্রিকা অফিসে যেয়ে দুই হাত এক করে বসে থেকে সম্পাদককে বলে ভাই আপনার মত গুনীজন আর দেখিনি। কবিতায় ব্যভিচারের মানে কি? আপনি আমাকে ব্যভিভারে অভ্যস্ত বললে অকাল প্রয়াত বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি রুদ্রকে কি বলবেন?
কুয়োর ব্যাঙ উড়োজাহাজ কিভাবে চলে সে চিন্তা না করাই ভাল।
প্রতিউওর ও নিশ্চয় সুললিত ছিল না।
আপনার কবিতায় এমন কিছু ছিল যা এদেশের সংস্কৃতি বিরুদ্ধ, যা নির্মল নয়। আপনি ভাল লেখলে অবশ্যই ভাল বলতাম। আমি তাই করি।
অ্যানি ওয়ে, আপনি যেমন খুশি লেখার ইচ্ছে থাকতে পারে, সেই হিসেবে আমারো যেমন মনে প্রতিক্রিয়া থাকবে। সেটা অস্বাভাবিক কেমনে তা বোধগম্য নয়।
আর পোষ্ট দিয়েই বা আপনি কি প্রমান করতে চাইছেন।
প্রাচ্যদেশীয় গান, মুভি, কবিতা আমার বিনোদন লিস্টে বহুদিন ধরেই। আর তাই বুঝেছি নিজ সংস্কৃতির কদর।আমি মনে করি নিজ সংস্কৃতি যা হাজার বছরের ইতিহাসে জ্বলজ্বল করছে, তাই আমার প্রাণ। কোন ভিন্নদেশীয় সংস্কৃতি যা আমি অ্যামিনেম, পিটবুল, ফিফটি সেন্টের গান শুনি তা আমার প্রানে সাময়িক দোলা দিলেও ভাটিয়ালি, বাউল, ফোক, পল্লীগীতি, বাংলা কাব্যরসের কাছে স্রেফ ধুয়া তোলা মেঘ যা মনের আকাশে নিমেষেই মিলিয়ে যায়।
এমন পাশ্চাত্য সাহিত্য প্রীতি, পাশ্চাত্য জাত্যাভিমান মাইকেলও দেখান নি। রুদ্র কে কেউ তার অশ্লীল কবিতার জন্য চিনে না। সবাই চিনে - জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। কবিতার নাম শুন্যতার প্রান্তরে। এমন কবিতা লেখুন। লেখলে আপনাকেও বাহবা দেবে সবাই।
কমেন্ট করে কুয়োর ব্যাঙ ডেকেছেন,আপনার ঝাল মেটেনি। তাই পোষ্ট দিয়েছেন। ফাইন।
যারা দেশকে ভালবাসে না দেশের সংস্কৃতিতে ভীনদেশী অসামাজিকতা নিয়ে আসে, তারা শুধু আমার চোখে নয় উইলিয়াম ওয়াল্টার স্কটের পেট্রিয়টজম কবিতায় ছোট নীচ ও করুণার। দুলাইন দিলাম, মনে করবেন কুয়োর ব্যাঙ ডেকেছে।
Breath there the man soul so dead,
Who never to himself hath said,
this is my own, my own native land.