নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

একজন আবেদালীর গল্প

১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

আবেদালীকে ঘিরে ধরেছে সবাই,
পাড়ার ক্ষুদে দোকানী বলে
এতদিন দু'একবার যে বাসি শাকসবজি বিক্রি করেছে
সেজন্য কেউ কোনদিন কিছু বলেনি;
আজ আবিদ করিমের মেজাজ বড্ড বেশী খিঁচরে গেল,
হোক না হয় পাড়ার দোকানী
তাই বলেকি তাকে পচা ডিম দিয়ে ঠকাবে আবেদালী?
ইদানিং মাঝে মাঝে দু'একটা পচা ডিম অনেককেই গছিয়ে দিচ্ছে আবেদালী
এ অভিযোগ অনেকেরই।
তার চারপাশে ঘিরে থাকা মানুষেরা তুচ্ছ-তাচ্ছিলে
খুব বিশুদ্ধ উচ্চারণে আবেদালীকে বলে গেল
'না না এটা ঠিক নয়! এটা একেবারেই ঠিক নয়
আবেদালীর এটা মোটেই উচিৎ হচ্ছেনা।'

আজ পত্রিকার প্রথম পাতার এক কোণে আবিদ করিমের
টাক মাথার ঝকঝকে রঙিন ছবি,
দূর্ণীতি দমন কমিশনের রিপোর্টে আবিদ করিমের নামে
ঢাকায় ৪টি ফ্লাট ও একটি পাঁচতলা বাড়ীর সন্ধান পাওয়া গেছে,
ব্যাংকে কাড়ি কাড়ি টাকাও আছে নামে বেনামে;
পত্রিকা ওয়ালাদের প্রশ্ন 'নগর ভবনের সামান্য কর্মচারী সে,
না হয় ঢাকায় কোথায় কত প্রক্ষালন কক্ষ লাগবে সে হিসেবটা একটু বেশীই জানেন,
তাই বলে এত টাকা, বিত্ত-বৈভব?'
আবিদ করিমের জামাতা সৈয়দ মোখলেস-উজ্জামান তোতা মিয়াঁ
যিনি উত্তরের কোন এক জেলার সন্মানীত সাংসদ,
তিনি বললেন 'আব্বা জানের আব্বা, তারও আব্বা ছিলেন খান্দানী বংশের লোক
'এই সামান্য কয়টা ফ্লাট আর টাকা কড়ির জন্য তার প্রক্ষালন কক্ষে নাক না ডুবালেও চলে।'

আবেদালী তার দোকানের কোনায় রাখা পত্রিকা থেকে চোখ সরিয়ে নেয়,
তার চোখের সামনে একেক জন আবিদ করিম, মোখলেস আর তাবাসসুম বিনতে জান্নাত
তার তুচ্ছ জীবনের প্রাত্যহিকতায় এক সুবিশাল প্রশ্ন হয়েই রয়ে যায়।

১৪ই জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.