![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ওসমান
ওসমান না আসমান কে কত বড়?
এই হিসেব নিয়ে ভীত ছিল বেগম খাদিজা,
টাইন্যা নামাইয়া দেখ জাইঙ্গা ওসমানের
ওখানে একফোঁটা বৃষ্টির জল তৈরীরও
নেই কোন মোজেজা!
১৬ই জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭
মোহাম্মদ বাসার বলেছেন: আপনার বক্তব্য স্পষ্ট নয়। কি বলতে চান স্পষ্ট করে বললে ভাল লাগবে। আর আপনাদের গ্রাম কোথায়? কারণ যেই কয়েকটা শব্দ বললেন তা এখন পর্যন্ত বাংলাদেশের কোন গল্প উপন্যাস, নাটক, সিনেমা বা কবিতায় ব্যবহৃত হয়েছে বলে মনে পড়ে না। কারণ আমাদের সাহিত্যে আঞ্চলিক ভাষার যথেষ্ট প্রয়োগ আছে।
১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
মোহাম্মদ বাসার বলেছেন: আপনার কথায় প্রকৃতির মৌলিক ব্যাপারের কিছু ব্যত্যয় ঘটেছে। প্রাণীকুলের ভুমিষ্ঠ হওয়া মাত্রই প্রক্ষালনের ব্যাপারটা প্রকৃতিগতভাবেই পেয়ে আসে। কাজেই সেটা নিয়ে জানাজানির বা শেখার কিছু নেই। তবে শব্দের ধরণ চেঞ্জ হতে পারে। বেগ যদি আপনার বেশী হয় আর আপনি যদি একটু লাজুক হন তাহলে শব্দটা একটু চেপে করাই ভাল। হাজার হলেও আপনাদের এলাকার আপনি অতিব শিক্ষিত লোক আর ভুল ভাল প্রবাদের আপনি ছাড়া আর কেইবা পরিবর্তন আনবে বলুন?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি এক কথায় সাহিত্য রচনা করে ফেলেছেন। দুটি মন্তব্য এক করলে একটি পোষ্ট দেয়া যাবে। আমার মন্তব্য মনে হয় আপনার গায়ে লেগেছে। আমি আপনাকে উদ্দেশ্য করে মন্তব্য করতে চাই নি। এটা আপনি মিন করে থাকলে আপনার ব্যক্তিগত ব্যাপার বা ধ্যান ধারণা। আপনি অনেক বড় জ্ঞানী গুনী শিক্ষিত লোক। বাংলাদেশের সব আঞ্চলিক ভাষা ও গ্রাম্য প্রবাদ আপনার মুখস্থ! তাই এক্ষেত্রে কোন কথা না বলাই ভালো। তবে, আপনাকে জাতির দরকার আছে।
এখন, আমি যেটি বলেছি তার দুর্ব্যেধ্য ব্দগুলোর অর্থ ব্রাকেটে দিয়ে দিয়েছি।
আগতে না জানলে কি হবে ঠেড্রিরি হান আছে।
সরল অর্থ: পায়খানা করতে না জানলে কি হবে পায়ূপথে আওয়াজ দিতে পারে।
এটাকে অন্যভাবে বলা যায়: ধন (লিঙ্গ) নাই ব্যাটার বারোপাড়ি (৬০ কেজি) বিঁচা (বিচি বা অন্তকোষ)
অর্থাৎ ছাল নাই কুত্তার বাগা হাল (অর্থাৎ যে কুকুরের অস্তিত্ব নিয়ে টানাটানি সেই কুকুর বাঘের মত লাফা লাফি বা বেশ ধরে)
এটা এভাবে বলা যেতে পারে : ভাত নাই ফেন রোজ করে।
এই প্রবাদগুলো শামীম ওচমান কে উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণ সে আওয়ামী ক্ষমতায় থাকলে লম্পজম্প করে।কিন্তু বিএনপি’র ক্ষমতার সময় আত্মগোপনে চলে গিয়েছে। প্রথম মন্তব্যটা সেই জন্য করা হয়েছে। আপনি অন্যভাবে বুঝছেন।
আমি শামীম ওসমান কে নিয়ে আপনার আগেে একটি পোষ্ট দিয়ে ছিলাম:
http://www.somewhereinblog.net/blog/shadathosain/30174032
আপনি জানতে চেয়েছেন এই প্রবাদ কোন এলাকার মানুষ ব্যবহার করে?
উত্তর: এগুলো মেঘনার জেলে ও নদীর পার্স্বস্থ এলাকার মানুষ ব্যবহার করে।
১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১
মোহাম্মদ বাসার বলেছেন: হাহা! ভুল বুঝি নাই, তবে দূর্বোধ্য মনে হয়েছে সত্যি। তাই জিজ্ঞেস করা। মন খারাপ হয়ে থাকলে দুঃখিত। অনন্ত শুভেচ্ছা জানবেন।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: nice
১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩
আলপনা তালুকদার বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ....
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫
মোহাম্মদ বাসার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম ধারণা করছি আপনি নিজেও লেখালেখি করেন। আপনার লেখালেখির ক্ষেত্রে প্রিয় বিষয় কি? জানালে কৃতজ্ঞ থাকব।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে,
আগতে (হাগু করতে) না জানলে কি হবে ঠেড্রিরি হান (মল ত্যাগের সময় সৃষ্ট আওয়াজ) আছে।