নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৭

কীভাবে আমরা সোনায় স্বাবলম্বী হলাম

যতই বলি কিছু কেউ শোনার নেই
এমন সোনার দেশে
আজকাল সোনার বেশ বাম্পার উৎপাদন,
তবু সোনা দেখলেই সোনা মিয়া দাঁড়ায়।
আমাদের সখিনা আপা, আর কদবানু ম্যাডাম
সোনা ওয়ালাদের সোনার গল্প শুনে মিটিমিটি হাসে,
সোনা মিয়ার সোনার কেরামতি শুনে
পিঠ চাপড়ে দেয় সখিনা আপা;
দামী মখমলে মোড়ানো
সোনা মিয়ার সোনা দেখে কদবানু ম্যাডাম বলে
বাহ্, বেশতো!

সোনার বাম্পার উৎপাদনে
সোনা রপ্তানীর কথা ভাবছেন বানিজ্যমন্ত্রী খিপু মুন্সি,
সখিনা আপা বললেন 'দেশে এখন গোয়াণতন্ত্র!
তুমি কদবানুকেও জিজ্ঞেস কর;’
কদবানু ম্যডাম বললেন
'খিপুর সোনাও সাথে রপ্তানী করা হোক,
ওটা বেশ ক্ষ্যাপাটে, শাইনি মনে হচ্ছে!’
খিপু তার সোনায় হাত বুলায়
কি খাদ মিশালে তার সোনা
আরও ঝকমকে হবে তাই ভাবছে খিপু,
সাদা, কালো নাকি বাদামি?

খিপু সোনার বাজার দর যাচাইয়ের জন্য
নাইরোবিতে যেয়ে হোটেলে দুই রাত কাটালেন,
আনিসু চুয়াংগু যিনি কেনিয়ার সোনা বিষয়ক উপদেষ্টা
খিপুকে তার পুরো সোনাটাই ভরে দিয়ে বল্লেন
'এই হচ্ছে আসল সোনা'।
খিপু দেশে ফিরে বিশাল সমাবেশে
সমাগত জনতার উদ্দেশ্য বললেন
'তোমরা বেশী বেশী সোনা উৎপাদন কর,
দরকার হলে সোনা যাচাইয়ের জন্য
তোমরা সুদূর নাইরোবিতে যাও'।
সেই থেকে সোনা উৎপাদনে
আমরা বেশ স্বাবলম্বী।

৪ঠা অক্টোবর ২০২০
যুক্তরাজ্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতাটা প্রথম পাতায় দুইবার এসেছে।

০৫ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৪৩

মোহাম্মদ বাসার বলেছেন: জ্বী, ডিলিট করা হয়েছে। অনেক ধন্যবাদ নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.