![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
কবির মৃত্যু নেই, কবিরা মরেনা
কবিকে অভিনন্দিত করুন
কবিকে অভিবাদন জানান।
এই যে লোকালয়ের পাশে সমুদ্রের কোল ঘেষে ছোট্ট পানশালা
এটা নিয়ে কেউ কখনো কোন পদ্য লিখেছে এমনটা হয়ত কখনোই ঘটেনি,
কিন্ত আপনাদের মনে রাখা উচিত, মনে রাখা দরকার
এই সন্ধ্যের পানশালায় একজন কবি এসে কখনো কখনো বসেন,
সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়, বড়সড় ডিসপ্লের টিভিতে গানের সাথে
কখনো কখনো বেজে ওঠে এই ছোট্ট শহরের কোন কোন তরুনীর নাচের তালে কিন্নরী কন্ঠ,
নাচের মুদ্রা বা গানের মুগ্ধতায় আপনার মনে বিভ্রম তৈরী হতেই পারে
কিন্ত দেখুন শত শতাব্দী পরে হয়ত এখানে কোন লোকালয় থাকবে না,
জলের কিনারে ভ্রমণ পিপাসুদের জন্য সুরম্য প্রসাদ থাকবে না,
কিন্ত এই যে এতসব ছিল, এত এত আয়োজন হতো
এসব শুনে হয়ত অত অত শতাব্দী পরে কবির প্রতি সেইসব মানুষের
হৃদয়ের ভিতরে হয়ত বেজে উঠবে হরেক রকম মুগ্ধতা, ভালোবাসা, কতকি!
যেমনটা আমাদেরও হয়
যখন হরপ্পা ভেসে ওঠে চোখে, ব্যবিলন কথা কয় ইতিহাস হয়ে।
এই যে কবি যিনি সন্ধ্যার এই আলোর মুগ্ধতায়
কিছুটা সময় কাটিয়ে গেলেন এই দুরন্ত পানশালায়
একদিন তিনিও গত হবেন,
একদিন গত হবেন অনেকেই অথবা নিশ্চিত সবাই।
তারপরেও যদি কোন এক দিন এ শহরে আলো জ্বলে ওঠে,
কিংবা ইতিহাস হয়ে রয়ে যায় শত সহস্র বছর পরে কাগজের পৃষ্ঠায়
তখন হয়ত অনেকেই দেখবেন এখানে, ঠিক এই খানেই
একজন বসে আছেন অবিকল সেই কবির মতো
এই ধরিত্রী বুকে নিয়ে, এই সমুদ্র বুকে নিয়ে।
শতেক বছর চলে যায় তবু কবি বেঁচে থাকে
কবির মৃত্যু নেই, কবিরা মরে না।
১৭ই এপ্রিল ২০২২
কর্নওয়াল, যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫১
সেজুতি_শিপু বলেছেন: বাহ্! খুব ভালো লাগলো।