![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তুমিই শুধু একঝাঁক কোমল বালিহাঁস
একদিন সবকিছু ঘুচে যাবে
আমাদের দূরত্ব, সময়ের ব্যবধান, পথের পরিমাপ
সেই আশায় একই পথে হেঁটে গেছি বারবার।
অথচ দূরত্ব কমাতে যেয়ে দূরত্ব বেড়েছে বহুগুণ,
তোমাকে ছুঁতে চাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হাত ফিরেছে সীমাহীন দৈনতা নিয়ে,
বুকের গহীনে জমানো আশা ফিকে হয়ে গেছে
বহুদূরে ভেসে যাওয়া জাহাজের মতো।
এখন আমার বিরহ সময় খুটে খায় শান্ত নীলাকাশ,
সমুদ্রের ঢেউও জেনে যায় বারবার নিঃশেষিত হয়েও
কীরকম বিস্ময়ে দুঃখ পুষে রাখে মানুষের মন।
এখন আমার কিছুই ঘুচেনা,
দূরত্ব ঘুচেনা, সময় ঘুচেনা, বোঝা হয়ে থাকে সবকিছু;
পাথরের মতো ভারী হওয়া বুকে
তুমিই শুধু একঝাঁক কোমল বালিহাঁস,
উড়ে যাও
কিন্ত কখনো স্থির নও আমার হৃদয়ে।
৩১শে আগষ্ট ২০২২
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৬
পোড়া বেগুন বলেছেন:
হায় কি সুন্দর উপমা!
নিয়তির কি নির্মম পরিহাস,
একজন হয়ে যায় এক ঝাক বালি হাস!