নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:৪২

আপেক্ষিকতার মাত্রা

'চুল থাকলে খুশকি থাকবেই'
একবার আমি এক ডাক্তারকে
আমার দাড়িতে কদাচিৎ যে খুশকির আধিক্য টের পাই
সেই সমস্যার কথা বলেছিলাম;
ডাক্তার মুচকি হেসে জিজ্ঞেস করেছিল 'নীচেরটার কি অবস্থা!'
আমি ডাক্তারকে ভাষায় শালীনতাবোধের কথা
মনে করিয়ে দিয়েছিলাম।

আরেকবার আমার এক প্রিয়তমা
তাকে আমি কেমন ভালোবাসি জিজ্ঞেস করতেই বলেছিলাম
'বীচির মত';
রেগেমেগে সে অনেকদিন আমার সাথে কথাই বলেনি।

বন্ধুগণ বীচি হচ্ছে অধিকাংশ বৃক্ষ বা উদ্ভিদের প্রাণের প্রাথমিক বা মৌলিক উৎস
এরপরেও যদি বীচির নেতিবাচক অর্থ আপনারা ধরে নেন
তাহলে বীচি নিরাপদ রাখার ব্যাপারটা একজন ক্রিকেট খেলোয়াড়কে জিজ্ঞেস করুন
সে নিশ্চিতভাবেই আপনাকে বীচি নিরাপদে রাখার গুরুত্বের কথা বলবেন,
এই নিরাপত্তা নিশ্চিত করনের জন্য
যে বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার কথাও তিনি বলবেন।

দেখুন বন্ধুরা জিনিস প্রিয় হলেই যে আমরা তাকে প্রিয় জিনিস বা প্রিয়জনের সাথে তুলনা করবো
ব্যাপারটা এমন নাও হতে পারে,
যেমন বাঘ ভীতিকর ও অপ্রিয় হলেও আমরা প্রিয়জনকে বাঘের সাথে তুলনা করি
কিন্ত প্রভুভক্ত কুকুরের সাথে তুলনা করিনা।
আসলে তুলনা বা সাদৃশ্য
নিতান্তই আপেক্ষিকতার মাত্রা দ্বারা নিয়ন্ত্রিত।

৬ ই নভেম্বরের ২০২২
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.