নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
যদি একজন ব্যক্তি সমাজে সভ্য হয়ে চলে , সৎ ভাবে চলে তবে তাকে প্রতিবন্ধী নামে অভিহিত করা হয় । কেন সে স্বার্থ ত্যাগ করে ? কেন সে পরোপকার করে ? তাকে কেউ হয়ত গুরুত্ব দেয় না । সে কিন্তু আলোর সমাহার । সে তার আলো নির্গমন করার সমাজ পায় নি ! বড়ই আফসোস তার !! সে মানুষকে হাসাতে পারে না , অতএব সে বোকা । তাকে নিয়ে অন্যরা উপহাস করে । আসলে আমরা একদিনে অসভ্য হয় নি । আজকে এতটুকু , কালকে এতটুকু । আর এখন সভ্যরাও অসভ্য হচ্ছে নিরুপায় হয়ে তাদের দরকার পরিবেশ । সুস্থ্য সভ্য পরিবেশ । ফিরিয়ে দেও তাদের কাঙ্খিত পরিবেশ । তারাও ফিরিয়ে আনবে সমাজের সৌভাগ্যের চাকাকে
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০
বিজন রয় বলেছেন: দারুন প্যাঁচাল।