নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

facebook.com/sinbeerbycosbeer

তানবীর

আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে

তানবীর › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ আক্ষেপের ঝুলি

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

আজ আমার দুঃখ লাগে , কষ্ট হয় । আমার দেশের অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে । তার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে ! তার পিতা ছিল হয়ত গরীব । অতপর সে টাকার অভাবে ডাক্তারি পড়তে পারল না । আবার আমার দেশেও আছে কোটিপতি । তারা এতটাই দেশপ্রেমিক যে , বোশেখ এলেই হাজার হাজার টাকা খরচ করেন ইলিশ কিনতে !! পান্তা ভাত খান বছরে একদিনই । টিভি নিউজে তাদের সাক্ষাৎকার নেয়া হয় , যারা এসি দ্বারা পরিবেষ্টিত জমকালো হোটেলে বসে পহেলা বৈশাখ পান্তা ইলিশ ভক্ষন করে । তাদের খবর কেউ রাখেনা যারা পহেলা বৈশাখসহ বছরের বেশিরভাগ দিন পান্তা ভাত খায় । তাদের কাছে দু মুঠো গরম ভাত যেন দূর থেকে তাকিয়ে স্বর্গ দেখার মতই আনন্দের ! বছরে তাদের খুব কম সময়ই আসে যেদিন তারা পরিপূর্ন আমিষ , শর্করা , স্নেহ , ভিটামিন , খনিজ লবণের পরিপূর্ন স্বাদ পান । তবে পানি হয়ত তারা একটু বেশিই খান , যেন তার খাবারের ভাগটা পানিতেই মিটানো যায় । একটা গরিব ঘরের সন্তান স্বাভাবিকভাবেই কষ্ট পায় । যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অর্থাভাবে বুক ফুলিয়ে চলতে পারে না । তাহারো ইচ্ছে করে দামি খাবার খাবে , দামি পোশাক পড়বে । তাহার কাছে ইচ্ছে থাকলে উপায় হয় প্রবাদটি যেন মিথ্যে !! অবশেষে একটা কথাই বলব , আমার দু মিনিটের আক্ষেপে তাদের দু শতাব্দীর অন্ধকার ঘুচবে না । তারা বড়ই অসহায় :-( :-(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.