নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
অবাক দৃশ্যের নিচে হাঁটছে প্যাসিফিক নিশান । ভেঙ্গে যাবে ! বিশ্বাস কর , তোর এক পলকের দীর্ঘশ্বাসে ভেঙ্গে যাবে কম্পনের সুর , গলে যাবে পুরানো পালক । অসহায়ের মত তাকিয়ে থাকা দূরের অট্টালিকায় চলছে ধনীদের জয়গান । কুলিদের বাস রেলের তটে , যেখানে পানের বোটের স্তুপে মন্ড তৈরি হয় । স্বর্গের বাস হবে , যদি নির্ঘুম কাটে প্রহর । শীতে কাঁপছে লোমগুলো । ভয়গুলো আজ হারিয়ে গেছে । আজও হারিকেনের আলোয় পদ্য লেখে সেই নবীন পথিক । অসহায়রা পথ খুঁজছে । পেয়ে যাবে গন্তব্য , মেঘে কেটে যাবে । বাদলের ধারা ঝড়বে । রাতের আভায় জ্বলবে লজ্জাবতী নীল জোনাকি । গামছার ঘামে মৃদু কলমের কালি । তবুও তারা স্বপ্ন পূরন করতে প্রত্যয়ী । গাঢ় টাকা চোখে দেখেনি , মনেও দেখেনি , ছুঁয়েও দেখেনি । উপলব্ধি করেছে । চালের আশায় রাত জাগে , চালের আশায় দিন কাটে , চালের আশায় বাজে বকে । মদের বোতলে থাকে ঘাম । শ্রম করেছে যে ! আজ মাতাল হবে । নেশায় ঢলে পড়বে , আবার ওঠবে । বোতল ভাঙ্গবে । তুমি ধ্বংস হয়ে যাও , শহর কাঁদবে না । তুমি অসহায় শহর নয় !!!
©somewhere in net ltd.