নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
আমার জগতে ঝিঁ ঝিঁ পোকারা গান করে । ব্যর্থ প্রহর গোনে সঙ্গিনীর আশায় । কেউ শোনেনি তার গান , কেউ দেখেনি তার রক্তের রং । একা একা হিমোগ্লোবিনের কালার দেখে , মৃদু হাসে , নীরবে কাঁদে । আমার বুকের কথা বাকরুদ্ধ । বক্ষদেশ বরাবর জোয়ার ভাঁটা বয়ে যায় । বয়ে যাক পেট্রোলের ছাই , পরিশেষে মরব , না হয় পরিপক্ব না হয়ে মরব । পাতায় পাতায় ব্যর্থ কাহিনী । নিষ্ঠুরতার ক্ষেত্রফল জানতে চাই । পরাধীনতার পরিসীমা জানতে চাই । বাচঁতে চাই , বাচাঁতে চাই । কেউ আমাকে মুক্ত কর , ভেঙ্গে ফেল আমার পায়ের শিকল , আমি যাব অপার মোহনায় । কাদঁবেনা তুমি , কাঁদবেনা কেহ , এসবই মিছে মায়া । জ্বলন্ত স্রোতের রক্তে ভাসছে আমার কায়া । তোয়ালের অন্ধকারে ভেসে যাব সবাই , হয়ত আজ রাতই শেষ রাত
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++