নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
কখনো কি ভেবে দেখেছিলে ফুটপাতের সেই অর্ধনগ্ন শিশুটি খাবার পেয়েছে কি না !! একবারও কি উপলব্ধি করেছ হাড়কাপানো শীতে কিভাবে রাত কাটে তাদের !! মৃত্যুর প্রহরীদের মায়াবী বঞ্চনা সহ্য করে শিখে নিয়েছে ছেলেবেলা থেকেই । ছেলেবেলা যখন বাবার কাছে পুতুলের আবদার করত , আর বাবা মিষ্টি সুরে বলত ভাতের জোগান দিতেই তো কষ্ট হচ্ছে । পরে কিনে দেব ক্ষণ । আবদার বাস্তবে পরিনত হয়নি তার । সে শিখে নিয়েছে কিভাবে বাচঁতে হবে । কিভাবে ছেঁড়া জামা কাপড় নিয়ে সুখে থাকা যায় । তাদের বুকে একটা অব্যক্ত কষ্ট থাকে । কষ্টটা এই রকম , আমরা গরীব বলে কি অবহেলিত ? নাকি অবহেলিত বলে গরীব ? আমার এক মুহুর্তের দুটো স্বার্থপর চিৎকারে তাদের মুখে হাসি ফুটবে না ।
০৫ ই মে, ২০১৬ রাত ৮:৩৩
তানবীর বলেছেন: প্রথমে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পাঠ করার জন্য । আপনাদের মন্তব্য আমাকে অণুপ্রানিত করে । আপনার পোস্ট পড়েও আমি মুগ্ধ !! ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:৫৮
মানবী বলেছেন: চমৎকার ভাবনা! একজন নবম শ্রেনীর ছাত্রের মাঝে এধরনের জীবনবোধ, মানবিক ভাবনা ও সচেতনতা নিঃসন্দেহে প্রশংসনীয়।
প্রার্থনা করি আজীবন এই বোধ আর সচেতনতা যেনো আপনার সাথে থাকে।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
ব্লগে স্বাগতম তানবীর।