নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

facebook.com/sinbeerbycosbeer

তানবীর

আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে

তানবীর › বিস্তারিত পোস্টঃ

মা

০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫২

মা শব্দটাই অদ্ভুদ । একটা মায়া জর্জরিত শব্দ , আগলে রাখে মায়া দ্বারা । গতকাল মা দিবস ছিল । আমি প্রথম যেদিন জন্মগ্রহন করেছিলাম , সেদিন আমার মা অনেক কষ্ট করেছিল । তবুও সে কষ্ট মেনে নিয়েছে । শুধু আমার মা নয় । আপনার মা ও আপনার প্রথম জন্মদিনে অনেক কষ্ট করেছিলেন । সে কষ্ট পুষিয়ে দেয়া হয়ত সম্ভবই না । একজন মানুষ উত্তেজিত অবস্থা ছাড়া কখনো তার মায়ের পার্শ্বে ঘৃনা শব্দটি উচ্চারন করতে পারবে না । প্রকৃতি তাকে করতে দিবে না । কিছু কিছু মা আছেন যাদের অবস্থান নির্জীব বৃদ্ধাশ্রমে । তাহার আদরের সন্তান তাকে এখানে রেখে চলে গেছে । বিবাহিত স্ত্রীর সাথে সংসার করছে । সে কখনো ভেবেছে কি , তার মা না থাকলে তার জন্মই হত না । তার মা তাকে জন্ম দিয়ে কি পাপে লিপ্ত হয়েছিল ? এরপরও যদি আপনি একজন বৃদ্ধাশ্রমের মাকে জিজ্ঞেস করেন আপনি আপনার সন্তানকে কেমন অবস্থায় দেখতে চান ? তিনি বলবেন হয়ত , আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ! আপনি যদি একটা পার্কে বা ক্যাফেটেরিয়া অথবা রেস্টুরেন্টে যান দেখবেন ... প্রেমিক - প্রেমিকা গল্প করছে , দামি খাবার খাচ্ছে । প্রেমিকের নিকট আমার অবুঝ প্রশ্ন তুমি তোমার মাকে নিয়ে ক বার রেস্টুরেন্টে এসেছ ? হয়ত বলবে আপনি আমাকে এ প্রশ্ন করবার কে মশাই ? অন্যথায় বলবে একবারও না । একটা ছেলে তার প্রেমিকা / গার্লফ্রেন্ড / স্ত্রীর জন্য যা করে বা ভবিষ্যতেও করবে তা যদি তার মাতার জন্য করত তবে বৃদ্ধাশ্রম তো থাকতই না বরং স্বর্গ / বেহেশতবাসীর সংখ্যাও বৃদ্ধি পেত । ভালোবাসি তোমাকে মা !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.