নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
কিছু কিছু মানুষ আছে ( বিশেষ করে যুবক ) , যারা প্রতিদিন নিয়মমত পত্রিকার পাতায় চোখ বুলায় । তারা কিন্তু পত্রিকার একটা পাতাই বেশ ভালোভাবে পড়ে । আপনি আমার দেশ থেকে শুরু করে কালের কন্ঠ , সব পত্রিকায় পাবেন তাদের অন্তরের মৃদু আবছা ছায়া । তারা কোন পাতা পড়ে ? চাকরি চাই , চাকরির খোঁজ ইত্যাদি ইত্যাদি পাতা । তাদের জীবনে একটা সাময়িক স্বপ্ন থাকে । অবশ্য স্বপ্ন তো সবার জীবনেই থাকে । তারা স্বপ্ন দেখে একদিন একটা ভালো চাকরি করবে । চাকরির প্রথম বেতন দিয়ে মা কে শাড়ি , বাবাকে পান্জাবী কিনে দেবে । কখনো কখনো স্বপ্ন সত্যিই হয় না । আপনি ভেবে দেখুন , একটা লোকের বয়স বেড়ে যাচ্ছে , সরকারী চাকুরি করবার মেয়াদ হারাচ্ছে , বাসা থেকে চাকরির জন্য চাপ দিচ্ছে ! সত্যিই তাদের মানসিক চাপ খুবই প্রখর । যে কেউই এই অবস্থা মোকাবিলা করতে পারবে না । তাদের মোবাইলের ইন্টারনেট হিস্টোরিতে দেখবেন চাকরির বিঙ্গানের লিংক । তারা প্রকৃতপক্ষে খুবই অসহায় !! আমাদের দেশে বেকারত্ব দূরীকরন একটা রচনা মাত্র ! ছাত্র ছাত্রীদের এই রচনা পড়ানো হয় । কেউ এই রচনার উদ্দেশ্য ব্যক্ত বা বাস্তবায়ন করতে পারে না । আফসোস হয় !!
১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫৭
তানবীর বলেছেন: কঠিন বাস্তবতা
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:২৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, বাস্তব।।