নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
কখনো কখনো আমার হৃদযন্ত্রের পেশি দ্রুত চালনা হয় । মস্তিষ্ক হিম হয়ে যায় । যখন ভাবি মানুষ নামধারী হিসেবে পৃথিবীতে বহু জীবন্ত প্রাণী আছে । তারপরও আমি সবাইকে মানুষ বলি না । মানুষের বিচক্ষণতা সর্বাপেক্ষা উন্নত । কিছু কিছু অমানুষ আছে যারা পশুর মত কাজ করে । ধর্ষণ করে , সততা পরিহার করে , অসৎ কাজ করে ... আরো কত কি !! তাদের মস্তিষ্কে কি একবারও সংকেত দেয় না আমি মানুষ , পশুর মত আচরণ আমার শোভা পায় না । আপনি যদি এসব নিয়ে ভাবতে থাকেন তবে আপনাকে কেউ স্বাভাবিক মানুষ বলবে না । সমাজে একদল লোক আছে । তারা একটু বোকা ধরনের । অন্যের ক্ষতি করতে চায় না , কাউকে আপন করে পায় না ! তারা বোকা , তারা প্রতিবন্ধী । আমি একজন প্রতিবন্ধী !! সমাজের দূরবস্থা দূর করতে না পারাটা কি প্রতিবন্ধকতা নয় ? কেন মানুষ হয়ে জন্মালাম যদি মানুষের জন্য কিছু না করতে পারি !!
©somewhere in net ltd.