নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
মধ্যবিত্ত পরিবারের শিশুরা অনেকটা অন্যরকম হয় । আর্তনাদের মধ্য দিয়ে হেঁটে যায় প্রতি পদক্ষেপে । বিত্তবান সহপাঠীদের সাথে পাল্লা দিতে গিয়ে বাবার কাছে ট্যাব চেয়ে বকা খেলেও সে ক্লান্ত হয় না । প্রতিদিন বন্ধুদের টিফিনে যা থাকে তার টিফিনে একটু যেন কমই থাকে । তার বড় ভাই তাকে ক্রিক্রেট ব্যাটও কিনে দেয় না !! পরিবারের সদস্যসংখ্যা পাঁচজন হওয়া সত্ত্বেও পাঁচটি ডিম রান্না হয়না । অতঃপর যিনি রান্না করেন তিনিই ইচ্ছে করে খায় না । অজুহাত দেয় তার ডিমে এলার্জি । মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা একটু কম পকেট খরচ পেলেও টিউশনি করে চালিয়ে নেয় যুগের সাথে তাল মিলিয়ে । সামান্য অস্থায়ী রাগ জন্মে তাদের যখন তাদের বন্ধুরা এন্ড্রয়েডে মোশন গেমস খেলে ! একটু অভাব অনটন থাকলেও মায়ের আঁচলে মোছা অশ্রু তাদের এ অভাব দূর করে দেয় অনায়াসেই । তাদের শরীরে একটা ভুল আদরের দাগ থেকেই যায় । তারা বাস্তবতার সংজ্ঞা পায় খুব ছোট থেকেই । প্রতিদিন পরিচয় ঘটে তাদের কিছু অভিন্ন বিষয়ের সাথে । তাদের পিতা মাতা তাদের সবটুকু সুখ না দিতে পারলেও , মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তাদের পিতা মাতা কে অত্যাধিক ভালোবাসে !! তাদের স্বর্গীয় অনুভূতিটা জাগে তখন যখন তাদের বাবা পরিশ্রম করে এসে ক্লান্ত হাসি দিয়ে বলে , আমি চাই না তোরও আমার মত খেটে খেতে হয় । মনোযোগ দিয়ে পড়ালেখা কর !! মধ্যবিত্ত পরিবারে একটা অদৃশ্য মায়া আছে । অদৃশ্য মায়া উপলব্ধি করতে তোমাকে বিশেষ চশমা ব্যবহার করতে হবে না । শুধুমাত্র তোমার পিতা মাতার কৃত কষ্টটা ভেবে অশ্রু ঝড়ালেই চলবে । এক ফোঁটা অথবা দুই ফোঁটা !!! :-(
©somewhere in net ltd.